ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে আটক যানবাহন নষ্ট হচ্ছে

প্রকাশিত: ০৫:৪১, ১০ নভেম্বর ২০১৭

চাঁপাইয়ে আটক যানবাহন নষ্ট হচ্ছে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ কোর্ট চত্বর ও কোর্ট পুলিশ অফিস সংলগ্ন একাধিক করিডরে কয়েক হাজার যানবাহন পড়ে রয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা সহ¯সতাধিক পেরিয়ে গেছে। রেকর্ড রুম সংলগ্ন খোলা আকাশের নিচে পড়ে রয়েছে শতাধিক যানবাহন। যার মধ্যে কার, মাইক্রোবাস, ভটভটি, মোটরসাইকেল ও বিক্সাভ্যান রয়েছে। যান্ত্রিক রিক্সাও রয়েছে। বিভিন্ন অপরাধে আটক এসব যানবাহন বছরের পর বছর খোলা আকাশের নিচে ফেলে রাখায় অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। খোয়া যাচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এ বিষয়ে কোর্ট পরিদর্শকসহ কোন মহল কোন মন্তব্য করতে নারাজ। এর বাইরেও পাঁচ থানা চত্বরে খোলা আকাশের নিচে এই ধরনের প্রচুর যানবাহন পড়ে থেকে নষ্ট হচ্ছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো জিম্মা হিসেবে রাখতে হবে। তাই এই মজুদ। তবে যন্ত্রাংশ খোয়া যাবার বিষয়টি সম্পর্কে কোন পক্ষই তেমনভাবে দায়িত্ব নিতে চাচ্ছে না। এমনকি চুরি হওয়া এসব অভিযোগ আমলে না নিয়ে সরাসরি অস্বীকার করে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরজমিনে দেখা যায়, সিংহভাগ মোটরসাইকেলের লুকিং গ্লাস, নির্দেশক লাইট, হর্ন ও যন্ত্রাংশ খোয়া গেছে।
×