ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে নিখোঁজের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪০, ১০ নভেম্বর ২০১৭

দেশে নিখোঁজের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশে নিখোঁজ মানুষের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বুধবার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের খবর গণমাধ্যমে এসেছে। বৃহস্পতিবার খুলনাতেও এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ভোটারবিহীন সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অপহরণ, গুম, খুন ও মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের কারণে দেশজুড়ে নৈরাজ্য থামছে না। রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা বিএনপির সদস্য সচিব আবদুল আজিজকে বুধবার পুলিশ আটক করলেও এখনও স্বীকার করছে না। শুধু বিরোধী দলের নেতাকর্মীই নয়- গুম, খুন বা অপহরণ থেকে রক্ষা পাচ্ছে না ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী এমনকি সাধারণ মানুষও। অপহরণ, গুম ও খুন বর্তমানে আরও মহামারী আকার ধারণ করেছে। সারাদেশের মানুষ এখন আক্রমণের আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। রিজভী বলেন, আমরা আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভেঙ্গে পড়েছে। একদিকে নিজেদের মধ্যে ভাগাভাগির কারণে সারাদেশে খুনের উল্লাসে মেতে উঠেছে আওয়ামী লীগ। অন্যদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জিম্মি করে টাকা আদায়, দখলবাজিতে সারাদেশে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের স্বৈরশাসনে গোটা জাতি ক্ষতবিক্ষত হলেও তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় তাই তাতে তাদের কিছু যায় আসে না। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। তাই সামাজিক নিরাপত্তা কোথায় গেল তাতে তাদের কিছু যায় আসে না। আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা বিএনপির সদস্য সচিব আবদুল আজিজের সন্ধান দাবি করছি। সেইসঙ্গে তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। রিজভী বলেন, সাজানো মামলায় বিচারের নামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়াকে কিভাবে হয়রানি করা হচ্ছে। ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি : প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করতে ১০১ সদস্যের কমিটিও গঠন করেছে দলটি। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। কমিটিতে এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমানসহ ক’জন সিনিয়র নেতাকে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
×