ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় যুবলীগ বিএনপি সংঘর্ষে আহত পাঁচ

প্রকাশিত: ০৬:২৪, ৮ নভেম্বর ২০১৭

বরগুনায় যুবলীগ বিএনপি সংঘর্ষে আহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৭ নবেম্বর ॥ বামনায় উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনকে কেন্দ্র করে বিএনপি ও সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে বামনা উপজেলা বিএনপির স্থানীয় কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। জানা গেছে, সকালে বামনায় উপজেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা স্থানীয় কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি লাভ করায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে যাচ্ছিল। এ পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়। যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতারা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর চালায়। পরে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আহতরা হলেন, বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, বরগুনা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোর্শ্বেদ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান শিবলী ও ছাত্রলীগ কর্মী হাসিবুর রহমান।
×