ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলা

আদালত পরিবর্তন চেয়ে খালেদার আবেদন খারিজ

প্রকাশিত: ০৫:২৮, ৭ নভেম্বর ২০১৭

আদালত পরিবর্তন চেয়ে খালেদার আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সোমবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে, একই মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপীলের ওপর তৃতীয় দিনের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত। দুই মামলায়ই খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আদেশের বিষয়ে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার পক্ষে করা আদালত পরিবর্তনের আবেদনটি আপীল বিভাগ খারিজ করে দিয়েছে। এখন বিচারিক আদালতে মামলাটি চলতে আর কোন বাধা নেই। ১১ সাক্ষীকে জেরার বিষয়ে আদেশ বৃহস্পতিবার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীদের করা লিভ টু আপীলের ওপর তৃতীয় দিনের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপীল বিভাগ। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেয়।
×