ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা হওয়া দরকার ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৬, ৬ নভেম্বর ২০১৭

খালেদার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা হওয়া দরকার ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রোহিঙ্গা ইস্যুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যে বিস্ময় প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের জন্য সরকার এত কিছু করার পরও তিনি বললেন কিছুই করা হয়নি। খালেদা জিয়া মাত্র পনেরো মিনিটে সব করেছেন। তার বক্তব্যের আগাগোড়াই মিথ্যা। তিনি রাজনৈতিকভাবে অন্ধ। বিএনপি নেত্রীর রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা হওয়া দরকার। রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। রোহিঙ্গাদের মধ্যে খালেদা জিয়ার ত্রাণ তৎপরতা এবং বক্তব্য প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। জীবন বাঁচাতে, প্রাণের ভয়ে লাখো মানুষ আশ্রয় নিয়েছে কক্সবাজারে। সরকার তাদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন করেছে। তাদের খাবার এবং চিকিৎসা দিচ্ছে। ৮ লাখ কলেরা ভ্যাকসিন দিয়েছি আমরা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক রোহিঙ্গার অপারেশন হয়েছে। সরকার এত কিছু করছে, অথচ তিনমাস পর ঘুম থেকে জেগে উঠলেন খালেদা জিয়া। আমরা শত শত দামী গাড়ির শো দেখলাম। সাবেক প্রধানমন্ত্রীর এ গাড়ি বহরে কত পেট্রোল পুড়ল। মানবিক মূল্যবোধ থেকে নয়, তিনি পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছেন। এটি কোন দায়িত্বশীলতার পরিচয় নয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, সরকার এত কিছু করলেও বেগম খালেদা জিয়া তা দেখছেন না। কারণ, তিনি রাজনৈতিকভাবে অন্ধ। তার এ অন্ধত্বের চিকিৎসা হওয়া প্রয়োজন। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই তাদের ফেরত পাঠাতে পারব। সুচি সরকার এদের ফেরত নিয়ে পুনর্বাসন করতে বাধ্য হবে। আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ ইসমাইল, ডাঃ আবুল কাশেম, হাবিবুর রহমান, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিন, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডাঃ মুজিবুল হক খান প্রমুখ। তথ্যচিত্রের মাধ্যমে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবার কার্যক্রম তুলে ধরেন ডাঃ এএম মুজিবুল হক।
×