ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়িবহরে হামলা গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনের ওপর শুনানি কাল

প্রকাশিত: ০৪:৩৩, ৬ নভেম্বর ২০১৭

খালেদার গাড়িবহরে হামলা গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনের ওপর শুনানি কাল

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৫ নবেম্বর ॥ বিএনপির চেয়ারপার্সন কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে তার বহরের পেছনে পেট্রোলবোমা হামলা ও ২টি বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলহাজতে থাকা ১৬ জনের নামে পুলিশের রিমান্ডের আবেদনের ওপর শুনানি আগামী ৭ নবেম্বর মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত। রবিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে এ আদেশ দেন। মহিপালে মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় ফেনী থানার এসআই নুর উদ্দিন বাদী হয়ে বুধবার ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ ২৫/৩০ অজ্ঞাতনামাকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ বৃহস্পতিবার ভোরে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে। ঘটনার রাতে আটক ৬ জনসহ ১৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। পুলিশ এদের মধ্য থেকে ১৬ জনের প্রত্যেকের জন্য ৫ দিন করে রিমান্ডের আবেদন জানায়। আদালত সকলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বৃহস্পতিবার আরও ৩ জন গ্রেফতার করে এবং তাদের জন্যও ৫ দিন করে রিমান্ডের আবেদন জানান।
×