ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধকতা নিয়েই জেএসসি পরীক্ষায় আব্দুল জব্বার

প্রকাশিত: ০৩:১৭, ৬ নভেম্বর ২০১৭

প্রতিবন্ধকতা নিয়েই জেএসসি পরীক্ষায় আব্দুল জব্বার

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৫ নবেম্বর ॥ জন্ম থেকেই জব্বারের দুই হাত অস্বাভাবিক। দরিদ্র মা-বাবার ঘরে চাঁদমুখ হয়ে জন্ম নিলেও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মা-বাবার মুখের হাসি মিলিয়ে গেল। এই ছেলে বড় হয়ে কিভাবে জীবনধারণ করবে তা নিয়ে মা-বাবার দুশ্চিন্তার শেষ নেই। সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন ছিল জব্বারের মা-বাবার মনে। ফজলুল হক এবং দুলিয়া খাতুনের চার সন্তানের মধ্যে আব্দুল জব্বার তৃতীয়। শাহাজাদপুর উপজেলার শৈলজানা গ্রামে ভাঙ্গন দেখা দিলে ভিটেমাটি হারিয়ে তারা আশ্রয় নেয় বেড়া উপজেলার তলট গ্রামের খাস জমিতে। শৈলজানা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় জব্বার। রিক্সা চালিয়ে ছয়জনের এই বিশাল পরিবারের ভরণ-পোষণ করতে হিমশিম খেয়ে যান পিতা। এতকিছুর মাঝেও জব্বারের লেখাপড়ায় কোন বিঘ্ন ঘটতে দেননি তিনি। জব্বার এখন বেড়ার গ্যালাক্সি স্কুল এ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। প্রতিদিন লেখাপড়া নিয়ে এখন খুব ব্যস্ত। জন্ম থেকেই শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয়া জব্বারের কাছে বিষয়টি এখন খুব স্বাভাবিক। ওই হাত দিয়েই সে দ্রুত লিখতে পারে। দ্রুত লিখে চলে পা দিয়েও। পরীক্ষা তার ভাল হচ্ছে বলে জব্বার জানিয়েছে। রিক্সাচালক বাবার মনে স্বপ্ন ছেলে অনেক বড় হবে। জব্বার নিজেও একজন ব্যাংক কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু দরিদ্রতার কারণে তার সে স্বপ্ন কতদূর এগিয়ে যাবে তা নিয়ে সংশয় জব্বারের বাবার মনে।
×