ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে চার মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ০৩:৫৮, ৫ নভেম্বর ২০১৭

রাজশাহীতে চার মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ৫০০ গ্রাম হেরোইন ও ১০ বোতল বিদেশী মদসহ চারজনকে আটক করেছে র‌্যাব। এরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরআলাতলী গ্রামের হাজিকুল ইসলাম, গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের তসলিম উদ্দিন ও আব্দুল হালিম এবং মহানগরীর খরবোনা এলাকার মোঃ তোতা। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মহানগরীর দড়িখরবোনা এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১০ বোতল বিদেশী মদ, একটি মোবাইল সেট ও দুটি সিমকার্ডসহ মাদক বিক্রেতা তোতাকে আটক করা হয়। অন্যদিকে তানোর থানার ওসি জানান, হাজিকুল ও তসলিম শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে তানোরের একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে যায়। এ সময় তাদের কাছে থাকা একটি কৌটার ভেতর ৪০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। তাই মাদক বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এরপর পুলিশী হেফাজতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আহতদের দেখতে যান আব্দুল হালিম। তখন পুলিশ তাকেও তল্লাশি করে। এ সময় তার কাছেও পাওয়া যায় আরও ১০০ গ্রাম হেরোইন। তাই তাকেও আটক করা হয়। পরে তাদের তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। বগুড়ায় দুই বখাটের জেল স্টাফ রিপোর্টার, বগুড়া, অফিস॥ শাজাহানপুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সনি ও পায়েল নামে দুই বখাটেকে ভ্রাম্যমাণন আদালত এক বছর করে কারাদ- দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার সকালে এই অভিযান পরিচালনা করেন। উপজেলার আমরুল ইউনিয়নের বড়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে শাজাহানপুরের নগরহাট এলাকার ওই দুই বখাটে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২৯ অক্টোবর দুই বখাটে ওই স্কুলছাত্রীকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক অটোরিক্সায় তুলে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি এলাকার সামনে নিয়ে যায়। এসময় তার ওপর এ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়া হয়। স্কুল ছাত্রীটিকে অটোরিক্সা থেকে নামানোর সময় সে দৌড়ে পালিয়ে রক্ষা পায়। এ ঘটনায় তার বাবা উপজেলা প্রশাসনের নিকট ২ নবেম্বর বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেয়ার আবেদন জানায়। শনিবার সকাল ৯ টার দিকে সনি ও পায়েল পুনরায় ওই স্কুল ছাত্রীকে স্কুল গেটের সামনে নানাভাবে উত্ত্যক্ত এবং অশালীন আচরণ করে। এক পর্যায়ে দুই বখাটে তার পথরোধ করে দাঁড়ায়। এসময় পুলিশ দুই বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে।
×