ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ি আওয়ামী লীগের পাল্টাপাল্টি জেলহত্যা দিবস পালন

প্রকাশিত: ০৬:১৪, ৪ নভেম্বর ২০১৭

খাগড়াছড়ি আওয়ামী লীগের পাল্টাপাল্টি জেলহত্যা দিবস পালন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচীর মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করেছে। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দ্র চৌধুরীর অনুসারীরা কদমতলী এবং ট্রাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ও জাহেদুল আলমের অনুসারীরা নারিকেল বাগান এলাকার দলীয় কার্যালয় থেকে পৃথকভাবে শোক র‌্যালি বের করে। শোক র‌্যালি শেষে পৌর টাউন হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান দুপক্ষের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। গত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের বিভক্তির সৃষ্টি হয়। সেই থেকে প্রতিনিয়ত দুপক্ষের মধ্যে অন্তত অর্ধশতাধিক হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে কমপক্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে অর্ধশতাধিক। এক পরিসংখ্যানে দেখা গেছে, শুধুমাত্র চলতি বছরের প্রথম ১০ মাসে দুই গ্রুপের মধ্যে ২১টি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। কুজেন্দ্র লাল ত্রিপুরার ২৭ নেতাকর্মী ও মেয়র রফিকুল আলমের ১০ নেতাকর্মী আহত হয়েছে।
×