ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩২, ৩ নভেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিভিন্ন ভাষায় অনুবাদ করে সারা দুনিয়ায় প্রচারের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। বৃহস্পতিবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। একইসঙ্গে বৈঠকে কোটি টাকার তেল পুড়িয়ে রোহিঙ্গাদের দেখতে যাওয়ার নামে বিএনপি নেত্রী খালেদা জিয়ার অপতৎপরতা এবং ষড়যন্ত্রের চেষ্টারও নিন্দা জানান ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়ে বলেন, ১৪ দলের নেতাদের আহ্বান এই ভাষণটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে সারা দুনিয়ায় প্রচার করতে হবে। এই ভাষণটি সারা দুনিয়ার মুক্তিকামী ও স্বাধীনতাকামী মানুষকে বার বার অনুপ্রাণিত করবে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের লোক ছিলেন, এটা আবারও প্রমাণিত। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন ইউনেস্কোর স্বীকৃতি পেল তখন পাকিস্তান জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে একটা ভিডিও প্রচার করেছে। এই মিথ্যাচারের মাধ্যমে প্রমাণিত, জিয়া পাকিস্তানী। সম্প্রতি খালেদা জিয়ার কক্সবাজার সফরের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লন্ডনে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জেগে কোটি টাকার পেট্রোল পুড়িয়ে নাটক করতে গেছেন। সেখানে উত্তেজনা সৃষ্টি করেছেন। মিথ্যাচার করেছেন। তার এ তৎপরতা প্রত্যাখ্যান ও এর নিন্দা জানিয়েছে ১৪ দল। ‘রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ সহযোগিতা করছে না’Ñআউং সান সুচির এমন বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, প্রথম থেকেই রোহিঙ্গা ইস্যু নিয়ে তার দ্বিচারিতা লক্ষ্য করছি। সুচি অসত্য কথা বলেছেন। বরং তিনি যদি আন্তরিক হন তাহলে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ফিরে যেতে পারবে। একটু আন্তরিক হলেই সম্ভব, এটা তার ওপরই নির্ভর করছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার সমালোচনাকে ‘মিথ্যাচার’ অভিহিত করে মোহাম্মদ নাসিম বলেন, এই যে নাটক করলেন তাতে লাভ হলো কি? মানবিক কারণে সেখানে যাননি খালেদা জিয়া, গিয়েছেন পলিটিক্যাল ইস্যু নিয়ে। একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য সেখানে গিয়েছেন। আর গিয়ে অভিযোগ করলেন সরকার নাকি কিছুই করেনি। তিনি বলেন, এত বড় মিথ্যাচার তিনি করতে পারলেন? আমরা আশ্চর্য হয়ে গেছি। একজন অন্ধ নেত্রী আছে বাংলাদেশে তার প্রমাণ হলো এই মিথ্যাচারের মাধ্যমে। আমরা ঘৃণাভরে তার এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ভাষণের মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই অর্জন উদযাপন করা হবে সমাবেশ দিয়ে। তবে কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানানো হবে। তিনি বলেন, ১৪ দলের পক্ষ থেকে জেলহত্যা দিবসের একটি স্মরণসভা পালন করা হবে। সূত্র জানায়, বৈঠকে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে আলোচনা হয়। ১৪ দল মনে করে, টিসিবির কার্যক্রম জোরদার করা উচিত। বাজার মনিটরিং বাড়াতে হবে। পরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে আনতে হবে। বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনভাবে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে আনতে হবে। বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, খালেদা জিয়ার কক্সবাজার সফর রাজনৈতিক। এর পেছনে ষড়যন্ত্র আছে। এটা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। তিনি বলেন, একাত্তরের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি বাঙালী জাতির বড় অর্জন। সংবাদ সম্মেলনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
×