ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির হামলাকারীদের শাস্তি দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাব বর্জন

প্রকাশিত: ০৮:৫৪, ১ নভেম্বর ২০১৭

ঢাবির হামলাকারীদের শাস্তি দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাব বর্জন

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলাকারীদের শাস্তির দাবিতে টানা তিনদিন ধরে আন্দোলন করছে বুয়েট শিক্ষার্থীরা। দোষীদের বিচারসহ আট দফা দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও ল্যাব বর্জন করছে শিক্ষার্থীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছেন, উপাচার্য বিদেশ থেকে ফিরলে পূর্ণাঙ্গ তদন্ত হবে। এদিকে বুয়েট শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘাতের এই ঘটনার তদন্ত শুরু করেছে। বুয়েট ক্যাম্পাস থেকে বহিরাগত তাড়াতে অভিযান নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সঙ্গে গত শুক্রবার সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। সংঘর্ষে বুয়েটের পাঁচ ছাত্র আহত হন। ঘটনার রাতেই বুয়েট স্টাফ কোয়ার্টারে থাকা কর্মচারীর ছেলে রাজুসহ কয়েকজনকে আসামি করে চকবাজার থানায় মামলা করা হয়। হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে মঙ্গলবারও ক্লাস বর্জন করে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে বুয়েট শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম সমন্বয়ক যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম দাস বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়াসহ আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব। বুয়েটের সব শিক্ষার্থী এই আন্দোলনে রয়েছেন। অবরোধ ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
×