ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি পরিচিতিবিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৬:১৬, ১ নভেম্বর ২০১৭

প্রযুক্তি পরিচিতিবিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩১ অক্টোবর ॥ কাঠের বিকল্প বাঁশের ব্যবহার ও চাষাবাদ বাড়াতে ‘বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট’ (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিএফআরআই’র চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়রা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সফিউদ্দিন। পাবলিসিটি কর্মকর্তা জহিরুল আলমের সঞ্চালনায় এর বিভিন্ন দিক নিয়ে প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস ও ড. মাহবুবুর রহমান। শেরে বাংলা পদক লাভ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩১ অক্টোবর ॥ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলার ডাসার সরকারী শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি সম্মাননা পদক ২০১৭ লাভ করেছেন। সুপ্রীমকোর্টের বিচারপতি নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা প্রদান করেন। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারশুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি আবদুস সালাম মামুন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
×