ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাতালের হামলায় হোটেল মালিক নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ অক্টোবর ২০১৭

মাতালের হামলায় হোটেল মালিক নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারীর পাগলারহাট বাজারে তিন মাতালের হামলা ও মারপিটে নিহত হয়েছেন হোটেল মালিক মমিনুল ইসলাম (৫০)। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে পাগলারহাট বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এছাড়া জামতলা মোড়ে মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। নিহতের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, তারেক, সুলতান ও সাদেক নামে তিন গরু ব্যবসায়ী মদ্যপ অবস্থায় মমিনুলের দোকানে চা খেতে যায়। এ সময় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মদ্যপরা হামলা চালায় মমিনুলের ওপর। তাকে এলোপাতাড়ি ঘুষি ও মারপিট করে মাতালরা। পরে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হোটেল মালিক মমিনুল ইসলামের মৃত্যুর সংবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তারেক নামে এক ব্যক্তিকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনগণ পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে সোমবার সকালে পাগলারহাটের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেনÑ বণিক সমিতির সভাপতি রঞ্জু মিয়া, তিলাই ইউপি চেয়ারম্যান শাহিন শিকদার, শিলখুড়ি ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী প্রমুখ। পরে প্রায় দশ কিলোমিটার পথ হেঁটে মিছিলসহকারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যায়বিচারের দাবিতে স্মারকলিপি দেন এলাকাবাসী।
×