ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হংকং ওয়ার্ল্ড সিক্সেস

প্লেট সেমি থেকে বিদায় বাংলাদেশের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ অক্টোবর ২০১৭

প্লেট সেমি থেকে বিদায় বাংলাদেশের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে পিছিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। সে কারণে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপের তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হয় বাংলাদেশ স্কোয়াড। কিন্তু আগের দিন অসিদের হারালেও এদিন তাদের কাছে ৪ উইকেটে হেরে প্লেট সেমিতে ওঠে। আর অসিরা পৌঁছে যায় মূল সেমিতে। হংকংয়ে চলমান সিক্স এ সাইড ক্রিকেট আসর ওয়ার্ল্ড সিক্সেসের সেই সেমিতে এমসিসির কাছে ৪ উইকেটে হেরে বিদায় নেয় বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিলেও নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। এ কারণে মূল সেমিতে ওঠার লড়াইয়ে রবিবার খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অসিদের গ্রুপপর্বের ম্যাচে ৬ রানে হারিয়ে দিলেও এদিন তাদের বিরুদ্ধে ৪ উইকেটে হারে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায়। মহিদুল ইসলাম অঙ্কন ৮ বলে ২ চার ও ৩ ছয়ে সর্বোচ্চ ৩০ এবং আফিফ হোসেন ধ্রুব ১৪ রান করেন। রানআউট হন তিন ব্যাটসম্যান। জবাবে অসিরা ৪ বল হাতে রেখেই (৪.২ ওভার) ১ উইকেটে ৯০ রান তুলে জয় ছিনিয়ে নেয়। নাথান রিয়ারডন ১৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ এবং ম্যাথু শর্ট ৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩১ রান তুলে সহজ জয় নিশ্চিত করেন। হেরে প্লেটপর্বের সেমিতে ওঠে বাংলাদেশ। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিরুদ্ধে আগে ব্যাট করে ২ উইকেটে মাত্র ৭৩ রান করে তারা। আফিফ ১৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৩১ এবং মহিদুল ৯ বলে ২ ছক্কায় অপরাজিত ১৮ রান করেন। জবাবে এমসিসি মাত্র ৩.২ ওভারে ১ উইকেটে ৭৪ রান তুলে জয় পায়। জর্ডান ক্লার্ক ৮ বলে ২৩, সামিত প্যাটেল ৬ বলে অপরাজিত ২৭ ও ড্যারেন স্টিভেন্স ৬ বলে অপরাজিত ২১ রান করেন। প্লেটের ফাইনালে শিরোপা জিতেছে স্বাগতিক হংকং। এমসিসির করা ১ উইকেটে ১১৩ রান তারা টপকে যায় ৪.২ ওভারে ১ উইকেটে ১১৬ রান করে। জিতে যায় ৪ উইকেটে। আর মূল ফাইনালে পাকিস্তানের করা ৬ উইকেটে ১২৩ রান টপকে ৪ উইকেটে ১২৪ তুলে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ১ উইকেটের জয়ে শিরোপা লাভ করে প্রোটিয়ারা।
×