ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে স্কুলছাত্রী পুড়িয়ে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:২০, ৩০ অক্টোবর ২০১৭

নরসিংদীতে স্কুলছাত্রী পুড়িয়ে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ কিশোরী স্কুলছাত্রী আজিজাকে (১৩) পুড়িয়ে হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। কিশোরী আজিজার পিতা শিবপুর উপজেলার খৈনকুট গ্রামের পোল্ট্রি খামারের শ্রমিক আবদুছ ছাত্তার বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। হত্যাকান্ডের মাস্টারমাইন্ড বিউটি বেগমসহ সাতজনকে আসামি করা হয়। এর মধ্যে চারজন এজাহারনামীয়, অপর তিনজন অজ্ঞাত। হত্যাকান্ডের মাস্টারমাইন্ড বিউটি বেগমের ফুফা শাশুড়ি তমুজা বেগমকে (৫৫) পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। শিবপুর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় স্থানীয় খৈনকুট বাজারের কেরোসিন ব্যবসায়ী মিজান ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরদিকে শনিবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজিজার দাফন সম্পন্ন হয়। মোবাইল ফোন চুরির অভিযোগে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের খৈনকুট গ্রামের বাসিন্দা হতদরিদ্র পোল্ট্রি খামারের শ্রমিক আবদুছ ছাত্তারের স্কুলপড়ুয়া মেয়ে আজিজাকে শুক্রবার রাতে একটি কাঁঠালবাগানে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে তারই চাচি বিউটি বেগম ও তার স্বজনরা। এ সময় তার আর্তচিৎকারে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে সে মারা যায়। ডাক্তারা জানিয়েছেন, আগুনে তার শরীরের ৯৪ শতাংশ দগ্ধ হয়। অপরদিকে পুলিশের কাছে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে হত্যাকান্ডের মাস্টারমাইন্ড বিউটি বেগমের ফুফাশাশুড়ি তমুজা বেগম। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। সবার মুখে একই কথা, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি।
×