ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা ॥ দুদক কমিশনার

প্রকাশিত: ০৩:৫২, ৩০ অক্টোবর ২০১৭

দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা ॥ দুদক কমিশনার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন আহম্মেদ বলেছেন, যে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতির প্রমাণ মিললে সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে হলে সামাজিকভাবে সকলকে সচেতন হতে হবে। সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছে। রবিবার সকালে চারঘাটে দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে ফলোআপ গণশুনানির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস ও পল্লী বিদ্যুত অফিসে ব্যাপক দুর্নীতির কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজনৈতিকভাবে এসব প্রতিষ্ঠানের প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানালেও কাজের কাজ কিছুই হয়না। ফলে বছরের পর বছর ধরে এ তিনটি প্রতিষ্ঠানে চলছে ব্যাপক দুর্নীতি। একই সভায় উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা দুদক কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় চারঘাটে মাদকের অবাধ বাণিজ্য চলছে। মাদক প্রতিরোধ করতে গিয়ে বিভিন্ন সময় মাদক কারবারিদের হুমকির মুখে পড়তে হয়। আগের তুলনায় উপজেলাজুড়ে মাদকের ব্যবহার এখন অনেকাংশে বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব প্রতিরোধ করতে না পারলে মাদকের ভয়াবহতায় দিশেহারা হতে হবে সাধারণ মানুষকে। সভায় বিভিন্ন জনের অভিযোগের প্রেক্ষিতে দুদক কমিশনার বলেন, অভিযুক্ত সব প্রতিষ্ঠানে দুদক তদন্ত করবে। তারপর প্রমাণ মিললে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, ডাঃ রফিকুল আলম, দুদক ঢাকার পরিচালক মনিরুজ্জামান, দুদক রাজশাহী বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভূইয়া, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রফিকুল আলম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, টিআইবির সদস্য মতিউর রহমান ও আমিনুল ইসলাম, সনাক নাটোর জেলার সদস্য এ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় প্রমুখ।
×