ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়রের ইচ্ছা অনিচ্ছায় কর আরোপ হয় না ॥ নাছির

প্রকাশিত: ০৪:৪৩, ২৯ অক্টোবর ২০১৭

মেয়রের ইচ্ছা অনিচ্ছায় কর আরোপ হয় না ॥ নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হোল্ডিং ট্যাক্স আরোপের বিষয়টি মেয়রের ইচ্ছা বা অনিচ্ছার ওপর নির্ভর করে না। এ হার ধার্য হয় মন্ত্রণালয়ের জারি করা কর বিধি অনুযায়ী। জনগণের অর্থই নগরীর উন্নয়ন কাজে ব্যয় করা হয়। সিটি কর্পোরেশন স্বাধীন কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানটি সরকারের বিধিবদ্ধ আইন দ্বারা পরিচালিত সেবাধর্মী। উন্নয়ন কাজে ব্যয়িত অর্থ আয়ের উৎস নাগরিকদের কাছ থেকে আদায় করা রাজস্ব। নাগরিক সেবা পাওয়ার জন্য সকল নাগরিকের কর প্রদানের মানসিকতা থাকা উচিত। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন শনিবার নগরীর পাঁচলাইশ ওয়ার্ডে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন। ‘সবাই মিলে দেব কর, নগর হবে স্বনির্ভর’ সেøাগানে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে মেয়র বলেন, পাঁচলাইশ ওয়ার্ডের নতুন-পুরাতন মিলে ৭ হাজার ৪৩০টি হোল্ডিং রয়েছে। কর নিয়ে কারও আপত্তি থাকলে পি ফর্ম পূরণ করে রিভিউ বোর্ডে হাজির হয়ে তা উপস্থাপন করতে পারবেন। সবার অভিযোগ ও আপত্তি আমলে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সুবিবেচনা করা হবে। কোন হোল্ডার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। মেয়র বলেন, দেশের নাগরিক সচ্ছল হলে দেশের আয় বৃদ্ধি পায়, উন্নয়ন তরান্বিত হয়। নাগরিকদের কল্যাণ এবং সেবা নিশ্চিত করার জন্যই মেয়র নির্বাচিত হয়েছি। নাগরিকগণ ট্যাক্সের মাধ্যমে যে সহযোগিতা সিটি কর্পোরেশনকে দেবে তা পাই পাই করে তাদের সেবার খাতে ব্যয় করা হবে। এ লক্ষ্যেই কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চসিক মেয়র আরও বলেন, মেয়াদের মধ্যেই নগরীর অলি-গলি-রাজপথ এলইডি লাইটিং দ্বারা শতভাগ আলোকিত করা হবে। কার্পেটিং রাস্তা ছাড়া কোন কাঁচা রাস্তা ও সলিং রাস্তা থাকবে না। সব নাগরিকের জন্য নিরাপদ পথ চলা নিশ্চিত করা হবে। নগরীকে বিউটিফিকেশনের আওতায় সবুজ নগরীতে পরিণত করা হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নগরীর উন্নয়নকে বাধাগ্রস্ত করার অভিপ্রায়ে কোন মহল ষড়যন্ত্রে লিপ্ত হলে তার জবাব জনগণই দেবে। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর মোঃ কপিল উদ্দিন খান। এতে উপস্থিত ছিলেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ ।
×