ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এদেশে জঙ্গীবাদের ঠাঁই নেই ॥ বেনজীর

প্রকাশিত: ০৪:৪২, ২৯ অক্টোবর ২০১৭

এদেশে জঙ্গীবাদের ঠাঁই নেই ॥ বেনজীর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী দেশে মোট চার বার জঙ্গীদের উত্থান হয়েছে। প্রতিবারই জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গীবাদ নির্মূল করা হয়েছে। জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রীও কঠোর অবস্থান নিয়েছেন। তাই জনগণকে সঙ্গে নিয়ে এবারও জঙ্গীদের নিঃশেষ করা হয়েছে। এ দেশে জঙ্গীবাদের কোন ঠাঁই হবে না। রাজশাহীতে পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) পুলিশ লাইন্স স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে। বেনজীর আহমেদ বলেন, এখন থেকে ঘটনা ঘটে যাওয়ার আগেই জঙ্গী-সন্ত্রাসীদের সমূলে নির্মূল করা হবে। আরএমপি কমিশনার মাহাবুবর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ড. আবদুল খালেক, সমাজসেবী শাহীন আক্তার রেণী, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ অক্টোবর ॥ শনিবার দুপুরে নিয়ামতপুর উপজেলায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন এনামুল হক এবং ইউএনও আবু সালেহ্ মোঃ মাহফুজুল আলম। সম্মেলনে ঈশ্বর চন্দ্র বর্মণকে সভাপতি ও সুরঞ্জন বিজয়পুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
×