ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেরার অপেক্ষায় কোম্পানি

প্রকাশিত: ০৪:৪১, ২৯ অক্টোবর ২০১৭

ফেরার অপেক্ষায় কোম্পানি

স্পোর্টস রিপোর্টার ॥ সুসংবাদ পাচ্ছেন ম্যানচেস্টার সিটির ভক্ত-অনুরাগীরা। সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে আগামী সাত থেকে দশদিনের মধ্যেই দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরছেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। এমন আশাবাদই ব্যক্ত করেছেন ক্লাবটির অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলা। গত ৩১ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বে জিব্রালটারের বিপক্ষে বেলজিয়ামের ম্যাচে কাফ ইনজুরিতে আক্রান্ত হন সিটি অধিনায়ক। গার্ডিওলা তখন ইঙ্গিত দিয়েছিলেন আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে কোম্পানি সুস্থ হয়ে উঠতে পারবে না। কিন্তু আশা করা হচ্ছে আগামী ১৮ নবেম্বর প্রিমিয়ার লীগে লিচেস্টার সিটি সফরে অধিনায়ককে ফিরে পাবে সিটিজেনরা। গার্ডিওলার পরামর্শেই বিশেষজ্ঞ চিকিৎসক রামোন কুগাটের সঙ্গে সাক্ষাত করতে চলতি সপ্তাহেই বার্সিলোনা সফরে যাচ্ছেন ৩১ বছর বয়সী কোম্পানি। হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় কুগাটের দ্বারস্থ হয়েছিলেন কোম্পানির ক্লাব সতীর্থ বেঞ্জামিন মেন্ডি। কোম্পানির স্ক্যান রিপোর্ট বেশ ভাল এসেছে। আর সে কারণেই তার ফিরে আসার ব্যাপারে দারুণ আশাবাদী গার্ডিওলা।
×