ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেহরার বিদায়ী ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৪:২২, ২৮ অক্টোবর ২০১৭

নেহরার বিদায়ী ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগাম ঘোষণা দেয়ার পরও নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের দলে রাখা হয়েছিল আশীষ নেহরাকে। ইনজুরি-ফিটনেসহীন একজনকে দলে রাখায় অনেকে নির্বাচকদের কঠোর সমালোচনা করে আসছিলেন। তবু ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) কর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিল অভিজ্ঞ এই পেসারকে সিরিজের একটি টি২০ খেলার সুযোগ দিয়ে মাঠ থেকে বিদায় জানানো হবে। কিন্তু প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ডের কাছে হারের পর বদলে গেছে দৃশ্যপট। নেহেরাকে খেলানো হবে কি না এখন সে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না ভারতীয় নির্বাচকরা। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ১ নভেম্বর। নেহরার হোম গ্রাউন্ড দিল্লীতেই প্রথম ম্যাচ। প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘নেহরা খেলবে কি না সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমাদের তরফ থেকে কোন নিশ্চয়তা নেই।’ তিনি আরও যোগ করেন, ‘দলে জায়গা করে নেয়া তরুণ ক্রিকেটাররা গত দেড় বছর ধরে ‘এ’ দলের হয়ে ধারাবাহিক ভাল করে এসেছে। যার অর্থ একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে।’ নেহরা সেই ১৯৯৯ থেকে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ১৭টি টেস্ট ১২০টি ওয়ানডে ও ২৬টি টি-২০ খেলেছেন।
×