ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুক্তি মিলল জুভেন্টাসের

প্রকাশিত: ০৪:১৯, ২৮ অক্টোবর ২০১৭

মুক্তি মিলল জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পল পগবা। গত বছর ৮৯.৩ পাউন্ডের বিনিময়ে ইতালিয়ান সিরি’এ লীগ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগে কামব্যাক করেন ফরাসী মিডফিল্ডার পল পগবা। কিন্তু সেই অর্থ লেনদেনে গরমিল রয়েছে বলে অভিযোগ উঠায় দু’ক্লাবের বিরুদ্ধেই তদন্ত করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অভিযোগটি ছিল কোন খেলোয়াড় দলবদল করলে সেখান থেকে একটি নির্দিষ্ট অর্থ পায় ফিফা। তবে তা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে দেয়া হয়নি। সেই সূত্রে ইংলিশ জায়ান্টদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে নেমেছিল ফিফা। তবে তাদের বিরুদ্ধে কোন অনৈতিক কিছু পায়নি। এর ফলে তাদের তদন্ত থেকে অব্যাহতি দেয়া হয় আরও আগেই। কিন্তু জুভেন্টাসের বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত চলছিল। অবশেষে মঙ্গলবার মুক্তি মিলেছে ইতালিয়ান জায়ান্টদেরও। এ বিষয়ে মঙ্গলবার প্রতিবেদনে বলা হয়, ‘জুভেন্টাসের বিরুদ্ধে তদন্তে অনৈতিক কোন কিছু পাওয়া যায়নি যে কারণেই তাদের পুরোপুরিভাবে মুক্তি দেয়া হলো।’ ইতালিয়ান সিরি’এ লীগে উড়ছে জুভেন্টাস। লীগ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয়বার স্কুডেট্টো জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে তারা। ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা এখন নতুন ইতিহাস গড়তে মরিয়া। এ বিষয়ে ক্লাবটির প্রেসিডেন্ট আন্দ্রেয়া এ্যাজনেল্লি বলেন, ‘টানা ছয়বার স্কুডেট্টো জয়ের কীর্তি গড়েছে জুভেন্টাস। যা আমাদের জন্য গর্বের। এমন কীর্তি এর আগে কোন ক্লাবই গড়তে পারেনি। এখন আমাদের লক্ষ্য অতীতের সব ইতিহাসকেই ছাড়িয়ে যাওয়া। আমরা রেকর্ড ৪২.৬ মিলিয়ন ইউরো লাভের রেকর্ড গড়েছি। একথা নতুন করে বলার কিছু নেই যে, জুভেন্টাসের সবসময়ই লক্ষ্য থাকে ফুটবলের জন্য উন্নয়ন করা। শুধু তাই নয় ক্রীড়ার অন্য বিষয়গুলোকেও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি আমরা।’
×