ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোড়া পেনাল্টিতে রিয়ালের জয়

প্রকাশিত: ০৪:১৯, ২৮ অক্টোবর ২০১৭

জোড়া পেনাল্টিতে রিয়ালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ছিলেন না সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অধিনায়ক সার্জিও রামোসসহ প্রায় সবতারকা ফুটবলার। এদের অনুপস্থিতিতে স্প্যানিশ কোপা ডে’র রে ফুটবলে তৃতীয় সারির দলকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। বৃহস্পতিবার রাতে শেষ ৩২-এর প্রথম লেগের ম্যাচে স্বাগতিক ফুয়েনলাব্রাডাকে ২-০ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা দু’টি গোলই পেয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে, দু’টিই এসেছে প্রতিপক্ষের উপহার থেকে। অর্থাৎ রিয়াল দু’টি পেনাল্টি গোলের সুবাদে জয় পেয়েছে। এই জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের দল। তারকাদের বিশ্রাম দেয়া হলেও রিয়ালের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী। তবে দুর্বল ফুয়েনলাব্রাডার বিরুদ্ধে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। প্রতিপক্ষের মাঠে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন মার্কো এ্যাসেনসিও। তার আগ পর্যন্ত লড়াই করে যাচ্ছিল স্বাগতিকরা। হাকিমিকে ফ্রান গার্সিয়া ফাউল করলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। তবে পরে রিপ্লেতে দেখা যায় ফাউল হয়েছিল ডি বক্সের বাইরে। এরপর ৮০ মিনিটে টিও এরনডেজকে ফাউলের জন্য ফের পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কানেডেলাকে। আর স্পটকিক থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস। ম্যাচের শেষদিকে রিয়ালের সেন্টার ব্যাক জেসুস ভাইয়েহো ক্লাবের হয়ে অভিষেকের দিন সরাসরি লালকার্ড দেখে বহিষ্কৃত হন। তবে রিয়ালকে বাকি সময়ে আর কোন বিপদে পড়তে হয়নি। ম্যাচে রবিবার স্প্যানিশ লা লিাগায় এইবারের বিরুদ্ধে ৩-০ গোলে জেতা ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন করেন কোচ জিনেদিনন জিদান। খেলোয়াড় বা কোচ হিসেবে জিদান এখনও স্প্যানিশ কাপ বা কোপা ডেল রে জিততে পারেননি। এবার তাই কাপটি জিততে চান ফরাসী গ্রেট। সদ্যই টানা দ্বিতীয়বারের মতো ফিফা সেরা হয়েছেন রোনাল্ডো। তবে স্প্যানিশ লা লিগায় সময়টা মোটেও ভাল যাচ্ছে না পর্তুগীজ তারকার। তেমনি তার দলও সুখকর অবস্থায় নেই। অবশ্য সি আর সেভেনের ফর্ম খুব বেশি চিন্তায় ফেলছে না জিনেদিন জিদানকে। দলে যে গোলস্কোরারের অভাব নেই। লা লিগার নয় ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ১৮টি গোল করেছে। ২০০৬ সালে ফ্যাবিও কাপেল্রে রিয়ালের দায়িত্ব নেয়ার পর এটি সর্বনিম্ন। নিষেধাজ্ঞার কারণে চার ম্যাচ খেলতে পারেননি রোনাল্ডো। তবে লা লিগার বাকি পাঁচ ম্যাচে গোল করেছেন মাত্র একটি। লা লিগার চলতি মৌসুমে গোল করার দিক থেকে রিয়াল মাদ্রিদ পঞ্চম (সেল্টা ভিগোর সঙ্গে যৌথভাবে) স্থানে। রোনাল্ডো গোল না পেলেও দলে গোলস্কোরারের সংখ্যা বাড়ায় চাইলে স্বস্তি পেতেই পারেন জিদান। চলতি মৌসুমে রিয়ালের হয়ে ইতোমধ্যেই ১১ জন গোলের দেখা পেয়েছেন। লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন গোলস্কোরার রয়েছে রিয়াল সোসিয়েদাদের। চলমান লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ তিন গোল করেছেন মার্কো এ্যাসেনসিও। গ্যারেথ বেল, ইস্কো ও সাবেয়োস করেছেন দুটি করে গোল। রোনাল্ডো ও বেনজামা পান একটি করে গোল। এই ছয়জন মিলে লীগে করেছেন ১১ গোল। সংখ্যায় যেটি বার্সিলোনার আর্জেন্টাইন তারকা মেসির সমান। এছাড়া রিয়ালের হয়ে একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠান বোর্হা মায়োরাল, লুকাস ভাসকেস, কাসেমিরো, মার্সেলো ও টনি ক্রুস। মেসি একের পর এক গোল করলেও বার্সিলোনায় গোলস্কারের সংখ্যা খুব একটা কম নয়। ইতোমধ্যেই লা লিগায় বার্সার হয়ে গোল পেয়েছেন ৯ জন। ভ্যালেন্সিয়ার ৯ জন খেলোয়াড় গোল করেছেন চলতি লা লিগায়।
×