ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ফসলি জমিতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ০৪:২১, ২৭ অক্টোবর ২০১৭

তিন ফসলি জমিতে  বিদ্যুত কেন্দ্র নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ তিন ফসলি জমিতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়ার দুটি গ্রামের সাধারণ মানুষ। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই দাবি জানান ষোলআনি ও দৌলতপুর গ্রামের সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দুটি গ্রামে এক হাজার ২০০ একর ফসলি জমি রয়েছে। এর মধ্যে বিদ্যুত কেন্দ্রের জন্য ৩৫০ একর অধিগ্রহণ করা হচ্ছে। স্থানীয় জেলা প্রশাসন থেকে তাদের জানানো হয়েছে, সরকারের আদেশ মেনেই তারা অধিগ্রহণ করবে। যেহেতু সরকারের তরফ থেকে অধিগ্রহণের আদেশ দেয়া হয়েছে তাই জেলা প্রশাসন কৃষকের আবেদন শুনতে অপারগ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা রয়েছে ফসলি জমিতে বিদ্যুত কেন্দ্র করা হবে না। এই ঘোষণার কথা জানিয়ে স্থানীয় জেলা প্রশাসন থেকে সরকারের উচ্চ পর্যায়ে আবেদন নিবেদনের পরও কোন সুফল পায়নি তারা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, এখন আউশ ধান কাটা চলছে। আউশ উঠলে আবার আলু রোপণ করা হবে। এর পর আলু উঠলে আবার ধান লাগানো হবে। এছাড়াও এখানে সব ধরনের রবিশস্য এবং সবজির চাষ হয়। এসব উচ্চফলনশীল জমি অধিগ্রহণের বিরোধিতা করে বলা হয়, আমরা আমাদের এসব জমি হারাতে চাই না। বিদ্যুত কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।
×