ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্যাসলাইন বিস্ফোরণে ৮ জন অগ্নিদগ্ধ ॥ তিতাসের বক্তব্য

প্রকাশিত: ০৪:২০, ২৭ অক্টোবর ২০১৭

গ্যাসলাইন বিস্ফোরণে ৮ জন অগ্নিদগ্ধ ॥ তিতাসের বক্তব্য

গত ২৩ অক্টেবর ২০১৭ তারিখে সকালে ইলেক্ট্র্রনিক মিডিয়ায় প্রচারিত ‘গ্যাস লাইন বিস্ফোরণে ৮ জন অগ্নিদগ্ধ’ শীর্ষক স্ক্রল/সংবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের জরুরী গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের একটি দলকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়। জরুরী দল ঘটনাস্থলে আনুমানিক সকাল ৮টায় উপস্থিত হয়ে দেখতে পায় যে, বাড়ির গ্যাসের রাইজার ও ২য় তলায় অবস্থিত রান্নাঘর অক্ষত রয়েছে এবং ২য় তলার ৪টি রুমে বিস্ফোরণ ঘটেছে। জরুরী দল লক উইং ককের চাবি বন্ধ করে গ্যাস সরবরাহ সাময়িকভাবে নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়। উক্ত বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কর্মকর্তা পর্যায়ে ওইদিনই বেলা ১১টায় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ২য় তলার ৪টি কক্ষে বিস্ফোরণজনিত কারণে রুমের দরজা দুমড়ে-মুচড়ে যাওয়াসহ জানালার গ্লাস ও পূর্ব পাশের ২টি রুমের দেয়াল ভাঙ্গা ও ফাটল পরিলক্ষিত হয়। ২য় তলার রুমের ভেতরে বিদ্যুতের মিটার, বৈদ্যুতিক তার, জালালার পর্দা পোড়া অবস্থায় দেখা যায়। তবে ২য় তলার রান্নাঘর, গ্যাসের চুলা ও বাড়ির গ্যাসের রাইজার অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে ঘটনাস্থলে গ্যাস লিকেজের কোন আলামত পাওয়া যায়নি। উল্লেখ্য, উক্ত অগ্নি দুর্ঘটনার বিষয়ে অধিকতর অনুসন্ধানের জন্য তিতাস গ্যাস হতে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। -বিজ্ঞপ্তি।
×