ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে হেলে পড়া তিন ভবনের পাশ দিয়ে চলাচলে ঝুঁকি

প্রকাশিত: ০৩:২৫, ২৭ অক্টোবর ২০১৭

আদমদীঘিতে হেলে পড়া তিন ভবনের পাশ দিয়ে চলাচলে ঝুঁকি

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, বগুড়া, ২৬ অক্টোবর ॥ আদমদীঘি উপজেলা প্রশাসনের চত্বরে তিন দফতরের পরিত্যক্ত ৩ ভবন ফেটে হেলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিকল্প পথ না থাকায় ভবনগুলোর ধার দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রী, পথচারী ও অফিস কর্মকর্তা-কর্মচারীকে। যেকোন মুহূর্তে ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জানা গেছে, আদমদীঘি উপজেলা প্রশাসন চত্বরের ভেতরের একটি রাস্তা দিয়ে চলাচল করতে হয় শিক্ষা অফিস, সমাজ সেবা অফিস, কৃষি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, খাদ্য অফিস, যুব উন্নয়ন অফিস, অডিটরিয়াম এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন অফিসে। প্রতিদিন ওই ৮ অফিসের কর্মকর্তা কর্মচারী এবং অফিসে যাতায়াত করা সাধারণ মানুষ ছাড়াও স্কুলের ছাত্রছাত্রীসহ শত শত মানুষ যাতায়াত করেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন কার্যালয় ভবন এবং শিক্ষা ও কৃষি বিভাগের পরিত্যক্ত গুদাম ভবন প্রায় ৬ বছর আগে ফেটে হেলে রয়েছে। যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ফেন্সিডিলসহ ট্রাক জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে এক হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ট্রাকে করে ফেন্সিডিল পাচারের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। বুধবার রাত ১০টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। আটক মাদক ব্যবসায়ীরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি এলাকার তরিকুল ইসলাম ওরফে লিটন ও রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন এলাকার তজিবর সরদারের ছেলে ফারুক হোসেন।
×