ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিফা বর্ষসেরা (দ্য বেস্ট) অনুষ্ঠানে তারার মেলা

প্রকাশিত: ০৪:১৯, ২৫ অক্টোবর ২০১৭

ফিফা বর্ষসেরা (দ্য বেস্ট) অনুষ্ঠানে তারার মেলা

অনুমিতই ছিল বিষয়টা। নতুন আদলে ফিফা বর্ষসেরা ফুটবলার (দ্য বেস্ট) হচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অবশেষে সেটাই হয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে কোনরকম পাত্তা না দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার শোকেসে ঢুকিয়েছেন সি আর সেভেন। ইংল্যান্ডের লন্ডনের প্যালাডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ফিফার ২০১৭ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়া হয়। ফিফার এই জমকালো অনুষ্ঠানটি সাধারণত প্রতি বছরের জানুয়ারি মাসের প্রথম ১০ তারিখের মধ্যে হয়ে থাকে। কিন্তু এবার সেই ধারা থেকে বেরিয়ে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনেক ফুটবলপ্রেমীই শুরুতে বুঝতে পারেননি অনুষ্ঠানটি হতে যাচ্ছে। যখন জানা যায় তখন অনেকের সংশয় ছিল মৌসুমের মাঝখানে তারকারা থাকবেন তো? তাদের সব সংশয় দ্বিধা দূর করে ফিফাসেরা অনুষ্ঠানটি হয়েছে জমকালোই। অনুষ্ঠান আলোকিত করেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা ছাড়াও বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা। জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন পুরুষ বিভাগের সেরা তিনে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমার। শুধু তাই নয়, তিনজনই নিয়ে আসেন বান্ধবী ও সন্তানদের। এছাড়া ফিফার সেরা একাদশে জায়গা পাওয়া বাকি সদস্যরাও তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে অনুষ্ঠান আলোকিত করেন। বুফন, মার্সেলো, রামোসদের সঙ্গিনীরা ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। উপস্থিত ছিলেন সাবেক অনেক ফুটবল তারকা। এরমধ্যে শীর্ষ নাম আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা, ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডোসহ আরও অনেকে।
×