ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষা খাতে পরিবর্তন এখন বিশ্বে মডেল ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৫:৪৮, ২২ অক্টোবর ২০১৭

শিক্ষা খাতে পরিবর্তন এখন বিশ্বে মডেল ॥ মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ অক্টোবর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে যে পরিবর্তন হয়েছে, তা অন্য কোন দেশ বা সরকারের আমলে সম্ভব হয়নি। অবৈতনিক নারী শিক্ষা প্রবর্তনসহ বছরের প্রথম দিনে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেয়ার দৃষ্টান্ত এখন খোদ বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। যে কারণে ১ জানুয়ারি বই উৎসব সফল করতে ২ মাসের অধিক সময় বাকি থাকতেই শেরপুরসহ বিভিন্ন এলাকায় ২০১৮ শিক্ষাবর্ষের বই পৌঁছে দেয়া হচ্ছে। তিনি শনিবার দিনব্যাপী শেরপুরের নকলা উপজেলায় সোলার ল্যাম্প বিতরণকালে এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, সেনাবাহিনীর ডিজেল প্ল্যান প্রকল্পের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রফিক আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা রাজীব কুমার সরকার, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×