ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত: ০৫:৪৪, ২২ অক্টোবর ২০১৭

রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকা থেকে শনিবার সকালে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার নাম তৌসিফ আহমেদ। তৌসিফ পুলিশকে জানিয়েছেন, তার বাড়ি মিয়ানমার। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার সকালে এই যুবক মেহেরচ-ি এলাকায় বৃষ্টিতে ভিজছিলেন। এ সময় স্থানীয়রা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তৌসিফের ভাষা তেমন বোঝা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। দৌলতপুরে অস্ত্রসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২১ অক্টোবর ॥ অস্ত্র ও গুলিসহ ৩ জন আটক হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে মোহন, তফিকুল ও সেলিমকে একটি শার্টার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাসুয়াসহ আটক করে পুলিশ। বিয়ে থেকে রক্ষা ছাত্রীর সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২১ অক্টোবর ॥ উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্ শুক্রবার রাতে বিরহলী গুড়িয়াপাড়া গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন। ওই গ্রামের রেজাউল করিমের কন্যা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোহানা পারভীন শান্তির বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করেন। গণধোলাইয়ের শিকার চার চাঁদাবাজ সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ২১ অক্টোবর ॥ চাঁদা আদায়কালে স্থানীয় জনতা চার সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করেছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয় এলাকার পার্শ¦বর্তী একটি ভবন থেকে চাঁদা আদায়কালে তারা গণধোলাইয়ের শিকার হয়। এরা হলো মুকতাহার দেওয়ান, সুমন চাকমা, বিমল চাকমা ও বুদ্ধরাম ত্রিপুরা। এরা সবাই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সদস্য বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় অধিবাসীরা জানায়, আটক ইউপিডিএফ সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
×