ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বজ্রপাত বিষয়ক সভা

প্রকাশিত: ০৬:১৪, ২১ অক্টোবর ২০১৭

বজ্রপাত বিষয়ক সভা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ অক্টোবর ॥ প্রতিবছর সারাবিশ্বে বজ্রপাতে যত মানুষের মৃত্যু হয় তার এক-চতুর্থাংশের মৃত্যু ঘটে বাংলাদেশে। তাই বজ্রপাত বিষয়ক আমাদের সচেতনতা এখনই জরুরী। লাইট হাউস ফরিদপুর ডিআইসিতে শুক্রবার অনুষ্ঠিত এ্যাক্টিভ সিটিজেন্স ফরিদপুর কর্তৃক আয়োজিত ‘বজ্রপাত : সাবধানতা ও আমাদের করণীয়’ বিষয়ক সভার প্রধান অতিথি লাইট হাউসের দি গ্লোবাল ফান্ড প্রজেক্টের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান কথাগুলো বলছিলেন। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদফতরের সাবেক সহকারী পরিচালক একেএম ফজলুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাক্টিভ সিটিজেন্স ফরিদপুরের আহ্বায়ক পলাশ খান। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, ২০ অক্টোবর ॥ উলিপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শুক্রবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পা-ে গবা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন, অভিভাবক রফিকুল ইসলাম, মোছলেমা বেগম।
×