ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ষড়যন্ত্রে রোহিঙ্গাদের ওপর আক্রমণ ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৬:০৫, ২১ অক্টোবর ২০১৭

পাকিস্তানের ষড়যন্ত্রে রোহিঙ্গাদের ওপর আক্রমণ ॥ মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ অক্টোবর ॥ বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে ফেলতে পাকিস্তানের ষড়যন্ত্রে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর আক্রমণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে সোলার ল্যাম্প বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, যখন পদ্মা সেতু নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তখন পাকিস্তান দেখল যে বাংলাদেশকে আর ঠেকানো গেল না। মিয়ানমারের নানান মহলের সঙ্গে তাদের সম্পর্ক আছে। হঠাৎ এক রাতে সেনারা রোহিঙ্গাদের ওপর আক্রমণ করল। রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে এলো। মোট প্রায় ১০ লাখ লোক। রোহিঙ্গাদের বিষয়ে কিছু এগোচ্ছে না বলে যারা অভিযোগ করেন তাদের সমালোচনা করে মন্ত্রী বলেন, এর আগে তো মিয়ানমার ‘হ্যাঁ’ শব্দটাও বলেনি। উল্টো বলেছিল, তারা এ দেশের নাগরিকই না। তাদের আমরা নেব না। এখন তারা বলতে বাধ্য হচ্ছে। কারণ আন্তর্জাতিক কূটনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে এগিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময়ের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমরাও একটা দেশে আশ্রয় নিয়েছিলাম। তাই রোহিঙ্গা যখন আমাদের কাছে আশ্রয় নিতে আসে, তখন আমরা তাদের ফিরিয়ে দিতে পারিনি।
×