ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডে খেলবেন না তামিম!

প্রকাশিত: ০৫:০৭, ২১ অক্টোবর ২০১৭

তৃতীয় ওয়ানডে খেলবেন না তামিম!

স্পোর্টস রিপোর্টার ॥ এবার দক্ষিণ আফ্রিকা সফর মোটেও সুখকর কিছু বয়ে আনছে না তামিম ইকবালের জন্য। সফরের শুরুতেই তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের এ নির্ভরযোগ্য ওপেনার। এরপরও প্রথম টেস্ট খেলেন। উরুর সেই ইনজুরি পুরোপুরি সেরে না উঠায় উল্টো বেড়ে গেলে দ্বিতীয় টেস্টে আর খেলেননি। ইনজুরি আরও বেড়ে যায়। প্রথম ওয়ানডের আগে সুস্থ হয়ে উঠলেও খেলেননি, খেলেছেন পার্লে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে। আর এটাই হিতে বিপরীত হয়েছে এ অপরিহার্য ব্যাটসম্যানের জন্য। ইনজুরি আরও বেড়েছে, তাই শুক্রবার দক্ষিণ আফ্রিকার সময় অনুসারে দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) আরেক দফা স্ক্যান করানো হয়েছে তার। প্রধান নির্বাচক ও সফরে জাতীয় দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন রবিবার ইস্ট লন্ডনে অনুষ্ঠিতব্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অনিশ্চিত তামিম। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েই ইনজুরিতে পড়েন বাঁহাতি ওপেনার তামিম। তিনদিনের প্রস্তুতি ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকারও। বাংলাদেশ দলে শুরু হয়ে যায় ইনজুরি মিছিল। নির্ভরযোগ্য ওপেনার তামিম সফরের প্রথম তিনদিনের প্রস্তুতি ম্যাচেই উরুর ইনজুরিতে পড়েন। প্রোটিয়া ডাক্তার জানিয়েছিলেন ৩/৪ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। এরপরও প্রথম টেস্টে খেলেন তামিম। কারণ দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা তিনি। তামিমকে পুরোপুরি ফিট দাবি করা হলেও তিনি যে সেটা ছিলেন না তা ম্যাচের পর বোঝা যায়। কারণ ইনজুরি আরও বেড়ে যায়। এরপর ম্যানেজমেন্ট থেকে জানানো হয় শুধু দ্বিতীয় টেস্টই নয়, ওয়ানডে সিরিজেও খেলার সম্ভাবনা কমে গেছে তামিমের। তবে প্রথম ওয়ানডের আগে আবার তারা জানান প্রথম ওয়ানডে খেলার জন্য ফিট হয়ে উঠেছেন তামিম। অবশ্য শেষ পর্যন্ত ফিজিও থিহান চন্দ্রমোহনের বিরোধিতায় আর নামানো হয়নি তাকে। শ্রীলঙ্কান এ ফিজিও ঝুঁকি নিতে চাননি তামিমকে নিয়ে। কিন্তু পার্লে অনুষ্ঠিত দলের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে নামেন এ বাঁহাতি ওপেনার। বড় কোন ইনিংস খেলতে পারেননি। কিন্তু কোন ধরনের সমস্যায় আছেন সেটাও বোঝা যায়নি। শুক্রবার জানা গেল পার্লে দ্বিতীয় ওয়ানডে খেলার পর আগের ইনজুরি বেড়েছে তামিমের। ব্যথা বেশি অনুভব করছেন। আর এ কারণেই নতুন করে তার স্ক্যান করাতে হয়েছে। নান্নু এ বিষয়ে বলেছেন, ‘তামিমের ইনজুরিটা বেড়েছে। সে কোন অনুশীলন করেনি, স্থানীয় সময় দুপুরে তার স্ক্যান করানো হবে।’ ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। সে কারণেই হয় তো আর তামিমকে শেষ ওয়ানডেতে খেলানোর কোন ঝুঁকি নিতে চায় না। আর নান্নু জানিয়েই দিয়েছেন তৃতীয় ম্যাচে খেলাটা অনিশ্চিত এ ওপেনারের। কারণ ওয়ানডে সিরিজের পর আবার দুই ম্যাচের টি২০ সিরিজ আছে বাংলাদেশের। পুরোপুরি ফিট না থাকলে অহেতুক ঝুঁকিয়ে নিয়ে ইনজুরি সমস্যা আরও বাড়াতে চায় না টিম ম্যানেজমেন্ট। তবে সবকিছু পরিষ্কারভাবে জানা যাবে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর। উল্লেখ্য, টেস্ট সিরিজ শেষে কাঁধের ব্যথা নিয়ে দেশে ফিরে এসেছিলেন পেসার শফিউল ইসলাম। তিনি অবশ্য এখন সুস্থ হয়ে আবার দক্ষিণ আফ্রিকা গেছেন। পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডের আগেরদিন অনুশীলনে ফুটবল খেলার সময় গোঁড়ালি মচকে যাওয়াতে সিরিজ থেকে ছিটকে গেছেন। আর প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মুশফিকুর রহীমের। সবমিলিয়ে ইনজুরির মহোৎসবে একেবারে জর্জরিত বাংলাদেশ দল। সেই আঘাতে এখন খেলছেন না তামিম, সৌম্য, মুস্তাফিজ।
×