ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নড়াইলে ছয় মোটর বাইক চোর আটক

প্রকাশিত: ০৫:৩৮, ২০ অক্টোবর ২০১৭

নড়াইলে ছয় মোটর বাইক চোর আটক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৯ অক্টোবর ॥ নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নড়াইল ও যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো নড়াইল সদরের তারাশি গ্রামের হারুন বিশ্বাস, মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি শহরের কুড়িগ্রামের শাহিন শেখ, চরবিলার বাদশা মন্ডল, সীমাখালীর আব্দুস সালাম মোল্যা এবং যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের আশরাফুল আলম ও একই গ্রামের শহিদুল ইসলাম। এ সময় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। জানা গেছে, বুধবার ক্রেতা সেজে হারুনের কাছ থেকে দুটি মোটরসাইকেল কেনার জন্য যায় পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম। ২৭ শিক্ষার্থী পেল ইস্টার্ন ভার্সিটির শিক্ষাবৃত্তি মঙ্গলবার ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) প্রতি বছরের মতো এবারও ২০১৬ সালের ২৭ কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটি ৪০ কোটিরও অধিক টাকা শিক্ষাবৃত্তি এবং আর্থিক সাহায্য প্রদান করেছে। ইইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম। বিজ্ঞপ্তি।
×