ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইটহল সূত্র

ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ নয় শ’ ইমেইলে ইরানের হামলা

প্রকাশিত: ০৪:১৫, ১৫ অক্টোবর ২০১৭

ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ নয় শ’ ইমেইলে ইরানের হামলা

ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরেসা মে’সহ বেশ কয়েকজন সংসদ সদস্যের ইমেইল একাউন্টে ইরান সাইবার হামলা চালিয়েছে বলে হোয়াইটহল সূত্র জানিয়েছে। বিপুল শক্তি প্রয়োগ করে চালানো অভূতপূর্ব ওই হামলাটি গত জুন মাসে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চালানো হয়। সে সময় হ্যাকাররা অন্তত ৯০টি ইমেইল এ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়। খবর টেলিগ্রাফ, ইন্ডিপেনডেন্ট ও গার্ডিয়ানের। এ ঘটনার পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হামলাটির পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। তবে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা এখন নিশ্চিত হয়েছেন যে, এই ঘটনার জন্য কেবল ইরানই দায়ী। হামলাটি যুক্তরাজ্যে সম্ভবত ইরানের প্রথম কার্যকর সাইবার হামলা। আক্রান্ত নেটওয়ার্কটি প্রধানমন্ত্রী টেরেসা মে ও তার সকল কেবিনেট মন্ত্রীসহ প্রত্যেক সংসদ সদস্যই সংগঠকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করতেন। হামলায় সর্বমোট ৯ হাজার ইমেইল এ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, হ্যাকাররা ইমেইলে প্রবেশের সুযোগ পেয়ে থাকলে রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করা হতে পারে, বা তারা সন্ত্রাসী হামলার হুমকির সম্মুখীন হতে পারেন। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) পারমাণবিক চুক্তিকে অগ্রাহ্য বা খাটো করতে এই সাইবার হামলা চালাতে পারে। ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী শাখাটি তেহরানের পরমাণু কর্মসূচী পুনরায় শুরু করতে পারে। ইরানের পরমাণু কর্মসূচীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন প্রত্যাখ্যানের পর তথ্যটি তখনই প্রকাশিত হলো যখন ব্রিটেন ইরানের পরমাণু চুক্তির প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।
×