ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিডিওর ফাঁদে ছাত্রীর আত্মহত্যা ॥ অবশেষে মামলা নিল পুলিশ

প্রকাশিত: ০৪:০৬, ১৫ অক্টোবর ২০১৭

ভিডিওর ফাঁদে ছাত্রীর আত্মহত্যা ॥ অবশেষে মামলা নিল পুলিশ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভিডিওর ফাঁদে ফেলে আত্মহত্যায় প্ররোচিত করার আলোচিত ঘটনায় অবশেষে মামলা নিয়েছে তেঁতুলিয়া থানা পুলিশ । পঞ্চগড় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদের হস্তক্ষেপে চার দিন পর শনিবার নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর (ক) ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যায় ইউডি মামলা হওয়ায় নতুন করে মামলা নেয়ার ব্যাপারে আইনী জটিলতা থাকার কারণে সুনির্দিষ্ট অভিযোগের মামলাটি করতে বিলম্ব হয়েছে মর্মে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র জানান। শনিবার সকালে ঘটনাস্থল এবং সোনিয়ার স্কুল পরিদর্শন করেছেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদসহ পুলিশের কর্মকর্তাগণ। তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রহিমা আক্তার সোনিয়া ভিডিও প্রতারণার ফাঁদে পড়ে গত ১০ অক্টোবর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মামলার বাদী সোনিয়ার মা সেলিনা আক্তার জানান, শনিবার দুপুরে আমার দেয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলায় তেঁতুলিয়ার মৃত সোলায়মান আলীর ছেলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ডবয় রাজন (৩২), বাশির উদ্দিনের ছেলে আতিকুর রহমানকে(৩৪) আসামি করা হয়েছে। রাজন ও আতিক গত ভিডিওর ফাঁদে ফেলে তিনমাস ধরে মৃত সোনিয়াকে ধর্ষণ ও ব্ল্যাকমেল করে আসছিল মর্মে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
×