ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেসির সাফল্যে ঈর্ষান্বিত রোনাল্ডো!

প্রকাশিত: ০৬:২৭, ১৪ অক্টোবর ২০১৭

মেসির সাফল্যে ঈর্ষান্বিত রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত হ্যাটট্রিক করে নিজ দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকেট পাইয়ে দিয়ে এখন জাতীয় বীর লিওনেল মেসি। তাকে নিয়ে চলছে মাতামাতি। এটাই স্বাভাবিক। কিন্তু মেসির এমন প্রশংসা নাকি সইতে পারছেন না তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনই দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। এই অবস্থার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের পর এবার ঘরোয়া লীগে মাঠে নামতে যাচ্ছেন তারকা ফুটবলাররা। স্প্যানিশ লা লিগায় আজ রাতেই নিজ নিজ দলের হয়ে মাঠে নামছেন মেসি ও রোনাল্ডো। এখানেও তুখোড় ফর্মে আছেন আর্জেন্টাইন তারকা আর প্রথম গোলের জন্য মরিয়া পর্তুগীজ অধিনায়ক। আজ রাতে এ্যাটলেটিকো মাদ্রিদের নতুন মাঠে খেলবে বার্সিলোনা আর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিচ্ছে গেটাফে। বর্তমানে সাত ম্যাচের প্রতিটিই জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ১৫ ও ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে আছে যথাক্রমে এ্যাটলেটিকো ও রিয়াল। যে কোন দলের জন্যই এ্যাটলেটিকোর মাঠ থেকে জয় নিয়ে ফেরা দুঃসাধ্য কাজ। তবে মেসির দুর্দান্ত পারফর্মেন্সই আশা দেখাচ্ছে বার্সাকে। তাছাড়া ইতিহাসও কথা বলছে মেসির হয়েই। স্পেনে মেসির প্রিয় প্রতিপক্ষদের তালিকায় ওপরের দিকেই নাম থাকবে এ্যাটলেটিকোর। মাদ্রিদের দলটির বিপক্ষে বরাবরই উজ্জ্বল কিং লিও। এ্যাটলেটিকো মাদ্রিদের নতুন হোমগ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিটানোয় ম্যাচে তাই মেসির দিকেই তাকিয়ে আছে বার্সা। প্রথম স্প্যানিশ দল হিসেবে মাদ্রিদের দলটির নতুন ভেন্যুতে জয়ের রেকর্ড গড়ার হাতছানি বার্সার সামনে। আর সেই রেকর্ড গড়তে নিশ্চিতভাবে মেসির দিকেই তাকিয়ে থাকবে আর্নেস্টো ভালভার্দের দল। ৫১ বছর আগে এ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক হোমগ্রাউন্ড ভিসেন্তে ক্যালডেরনেও প্রথম স্প্যানিশ দল হিসেবে জেতার রেকর্ড গড়েছিল বার্সা। ক্যালডেরনে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র এবং লাস পালমাস ও সাবাদেলকে হারানোর পর চতুর্থ ম্যাচে বার্সাকে আতিথ্য দিয়েছিল এ্যাটলেটিকো। ১৯৬৬ সালের ১ নবেম্বরের ম্যাচটিতে পেড্রো জাবালার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। বার্সিলোনায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে শুধু সেভিয়া ছাড়া এ্যাটলেটিকোর বিপক্ষেই বেশি গোল করেছেন মেসি। সেভিয়ার জালে ২৯ বার বল পাঠিয়েছেন এলএম টেন। অন্যদিকে এ্যাটলেটিকোর বিপক্ষে মেসি করেন ২৭ গোল। শুধু লা লিগার পরিসংখ্যান সামনে আনলে সেখানেও দুর্দান্ত মেসিরই দেখা মিলবে। এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২২ ম্যাচে ইতোমধ্যেই ২২ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। সাত ম্যাচে করেছেন ১১ গোল। অন্যদিকে লা লিগার নতুন মৌসুমে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন রোনাল্ডো। সাত রাউন্ড শেষেও এই পর্তুগীজ সুপারস্টারের নামের পাশে কোন গোল নেই। অবশ্য নিষেধাজ্ঞার কারণে লা লিগায় চারটি ম্যাচ খেলতে পারেননি সিআর সেভেন। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর কোন মৌসুমেই অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত গোলহীন থাকতে হয়নি রোনাল্ডোকে। এবার সেই দুঃসময়ের মধ্য দিয়েই যেতে হচ্ছে রিয়াল তারকাকে। লা লিগায় সময়টা ভাল না কাটলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে দারুণ ছন্দেই আছেন ফিফা সেরা তারকা। দুই ম্যাচে ইতোমধ্যেই করেছেন চার গোল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জোড়া গোল করেন রোনাল্ডো। এদিকে মেসি আর্জেন্টিনাকে রাশিয়ার টিকেট কেটে দিয়েছেন দারুণ খেলে। তেমনি রাশিয়ার টিকেট কেটেছে রোনাল্ডোর পর্তুগালও অথচ দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোল করেও সি আর সেভেন যেন আড়ালে! এটা নাকি পছন্দ হচ্ছে না রোনাল্ডোর। মেসিকে বিশ্বকাপ জিততে দেখতে চেয়েছেন স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনো। বলেছেন ‘মেসি এখনও বিশ্বকাপ জেতেনি। এ যুগের ফুটবলের অন্যতম প্রধান ও পরিপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপ না জিতে তার অবসর নেয়াটা ন্যায্য হবে না।’ সরাসরি মেসির নাম না বললেও রোনাল্ডো এর আগে অনেকবারই বুঝিয়ে দিয়েছেন, একটি খেলোয়াড়কে বেশি ভালবাসা আর অন্যদের আড়ালে রাখা ঠিক নয়। এক সাক্ষাতকারে নাকি রোনাল্ডো বলেছেন, আমার প্রতি ঈর্ষান্বিত হয়েই এমন করা হয়।
×