ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিজলদি সীমান্ত দিয়ে আরও ১৮ রোহিঙ্গাকে পুশ ইন

প্রকাশিত: ০৫:৫০, ১৪ অক্টোবর ২০১৭

হিজলদি সীমান্ত দিয়ে আরও ১৮ রোহিঙ্গাকে পুশ ইন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়ার হিজলদি সীমান্ত দিয়ে আরও ১৮ রোহিঙ্গা সদস্য পুশ ইনের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রহরায় তারা কাংলাদেশে প্রবেশ করে। শুক্রবার সকালে ভারতীয় গনরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাদের স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে রাখার পর ৩৮ বিজিবি হেডকোয়ার্টের পাঠানো হয়। তাদের মধ্যে ১০টি শিশু, পাঁচজন মহিলা ও তিনজন পুরুষ সদস্য রয়েছে। ভারত থেকে আসা রোহিঙ্গা সদস্যরা হলো রুপিয়া খাতুন, রোকেয়া খাতুন, আবু তাহের, আবদুর রহিম, রেহানা খাতুন ও আলিমুদ্দিন। এছাড়া শিশুরা হচ্ছে শাহরুখ, আজিজুর, জিয়ারুল, জুবাইদ, সুমাইয়া, গুলশান আরা, এনায়েতুর, মাহবুব, সুফিয়া, জুবায়ের, রাশিদা ও সালমা খাতুন। এই নিয়ে সাতক্ষীরা সীমান্ত পথে গত তিন সপ্তাহের ব্যবধানে চারটি পৃথক ঘটনায় ৫৭ রোহিঙ্গা সদস্যকে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হিজলদি সীমান্ত চৌকির (বিওপি) নায়েক সুবেদার ওমর ফারুক জানান, রোহিঙ্গা পুশ ইনের খবর পেয়ে তিনি ইউপি সদস্য নজরুলের বাড়িতে যেয়ে তাদের সাথে কথা বলে জানতে পারেন, ভারতীয় গনরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তারা তিন বছরেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তাকে। তিনি আরও জানান, তাদের ৩৮ বিজিবি হেডকোয়ার্টের পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলারোয়ার চন্দনপুর ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, তার বাড়ি থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব মাত্র ১০০ গজ। সকাল ৭টার দিকে হঠাৎ করেই রোহিঙ্গারা তার বাড়িতে উঠে পড়ে। তাদের ভারতের ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গনরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা সীমান্ত পার করে দিয়েছে। চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ভারতীয় বিএসএফ তাদের পুশ ইন করে।
×