ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাখাইনে গণহত্যা ইস্যু

আনান কমিশন রিপোর্টের ওপর স্বস্তি পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ অক্টোবর ২০১৭

আনান কমিশন রিপোর্টের ওপর স্বস্তি পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইনে অব্যাহত গণহত্যা ও সহিংসতার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে কোফি আনান কমিশনের প্রতিবেদনের ওপর শুনানি করতে শুক্রবার অনানুষ্ঠানিক এক বৈঠক হয়েছে। নিউইয়র্কে শুক্রবার মধ্যরাতে এই বৈঠক হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। সেপ্টেম্বরের পর এটিই ছিল নিরাপত্তা পরিষদের দ্বিতীয় বৈঠক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা শুক্রবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের পরিস্থিতি প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন আলোচনায় অংশ নেন। এবার মূলত যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগেই এই বৈঠক হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। জাতিসংঘ রাখাইনের ও সেনা অভিযানকে চিহ্নিত করেছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। গত কয়েক দশক ধরে আরও প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশ বলে আসছে, মানবিক কারণে রোহিঙ্গাদের জায়গা দেয়া হলেও মিয়ানমারকে অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ সাতটি রাষ্ট্র ওই বৈঠকের আবেদন করে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য শুনেছেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। জবাবে চীন ও রাশিয়া তা উড়িয়ে দিয়ে মিয়ানমারেরই পক্ষ নেয়। অবশ্য কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বহুল কাক্সিক্ষত সেই বৈঠক।
×