ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ছয় বসতঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৪:১৬, ১৪ অক্টোবর ২০১৭

বরিশালে ছয় বসতঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নাজিরপুল সংলগ্ন বেনিসিং হাবিলি এলাকায় শুক্রবার দুপুরে অগ্নিকান্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জানা গেছে, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খোকনের ভাড়াটিয়া মাসুদ হোসেনের স্ত্রী চুলায় রান্না বসিয়ে পানি আনতে যায়। কিছু সময় পরে ওই চুলা থেকে ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনে পার্শ¦বর্তী সাদ্দাম হোসেন, তপন কর্মকার, কেশব শীল, পলাশ ও আকলিমার ঘরে ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়। কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ অক্টোবর ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। নিহতের নাম শাহীন (৩০)। শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার শিলাইদহ কসবা ঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শাহীন সদর উপজেলার নুরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি কুমারখালীর প্রবাসী রাকিবুল হত্যা মামলার আসামি। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, শাহীনের দেয়া তথ্যনুযায়ী তাকে নিয়ে মামলার অন্য আসামিদের ধরতে কুমারখালীর শিলাইদহ ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমারখালীর প্রবাসী রাকিবুল তার স্ত্রী ও ছোট ভাইয়ের পরকীয়ার সম্পর্কের বিষয়টি জেনে রাকিবুলকে হত্যা করার জন্য তার স্ত্রী ও ভাই ৫০ হাজার টাকা দিয়ে সন্ত্রাসী শাহীনকে ভাড়া করে। বৃহস্পতিবার ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাকিবুলকে হত্যা করে স্থানীয় কালীগঙ্গা নদীতে ফেলে দেয়।
×