ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুচির গণহত্যা বিশ্ব মানবতার কাছে গ্রহণযোগ্য হয়নি ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৪, ১৪ অক্টোবর ২০১৭

সুচির গণহত্যা বিশ্ব মানবতার কাছে গ্রহণযোগ্য হয়নি ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৩ অক্টোবর ॥ মিয়ানমার নেত্রী আউং সাং সুচির রোহিঙ্গাদের গণহত্যা বিশ্ব মানবতার কাছে গ্রহণযোগ্য হয়নি বলে আজ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলা শুরু করেছে সুচি এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। মাদারীপুর সদর উপজেলা পরিষদে শুক্রবার সকালে ১৩ লাখ টাকা ব্যয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬শ’ ৫০ জন কৃষকদের প্রণোদনা বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন। শাজাহান খান বলেন, জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গার বিষয়টি যেভাবে তুলে ধরেছেন, তাতে বিশে^র সকল দেশের নেতৃবৃন্দ মানবিক কারণে এর বিরোধিতা করেছেন। এমনকি যারা মিয়ারমানের পক্ষও নিয়েছিল তারাই উদ্বেগ প্রকাশ করেছে। এই কারণে মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, সুচি বুঝতে পেরেছেন গণহত্যা করে মানুষকে দমন করা যায় না, জাতির বিবেক ধ্বংস করা যায় না। তার এই গণহত্যার কারণে তার উপাধি ফিরিয়ে নেয়া হয়েছে, পাশাপাশি অক্সফোর্ড বিশ^বিদ্যালয় থেকে তার ছবিও নামিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশ সরকার যুদ্ধতে শান্তি নয় বিশ^াস করে উল্লেখ করে নৌমন্ত্রী আরও বলেন, সুচির বিষয়টি বিশ^বাসীর কাছে তুলে ধরায় সুচি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে।
×