ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে পরোয়ানা

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচী

প্রকাশিত: ০৮:২৬, ১১ অক্টোবর ২০১৭

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ডাক দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেলসহ ৯ কেন্দ্রীয় নেতা গ্রেফতারের প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে জামায়াত। একই দিনে বিএনপি ও জামায়াতের অনুরূপ কর্মসূচী থাকায় নাশকতার আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ দুই বছর আগে চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার চোখে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তাই তিনি এখনও লন্ডনে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা শেষে তিনি যথাসময়ে দেশে ফিরবেন। তার ফেরার সময়ও আসন্ন। এই মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসামূলক। জেহাদ স্কয়ারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপি জোটের ৭ নেতাকর্মী আটক ॥ শহীদ জেহাদ দিবসে জেহাদ স্কয়ারে ফুল দিয়ে ফেরার পথে আটক হয়েছেন বিএনপি জোটের ৭ নেতাকর্মী। মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ‘শহীদ জেহাদ স্কয়ার’ এর কাছ থেকে তাদের আটক করা হয়। ২০ দলীয় জোটের বৈঠক হয়নি ॥ পূর্বনির্ধারিত ২০ দলীয় জোটের বৈঠক হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। কি কারণে বৈঠক স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।
×