ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জঙ্গী খাদিজার রিমান্ড আবেদনের শুনানি ১৯ অক্টোবর

প্রকাশিত: ০৬:০০, ১১ অক্টোবর ২০১৭

জঙ্গী খাদিজার রিমান্ড আবেদনের শুনানি ১৯ অক্টোবর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ‘জঙ্গী আস্তানায়’ শ্বাসরুদ্ধকর ‘মেল্টেড আইস’ অভিযানে আত্মসমর্পণ করা জঙ্গী আস্তানার হোতা জঙ্গী হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী ও জঙ্গী মারজানের বোন খোদেজা আক্তার খাদিজার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে এই রিমান্ডের আবেদন জানানো হয়। এর আগে সোমবার গভীর রাতে খাদিজা ও তার স্বামী মশিউরসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে খাদিজাকে যশোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার। আদালত আগামী ১৯ অক্টোবর রিমান্ডের শুনানির দিন নির্ধারণ করে।
×