ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে শামসুর, ইমতিয়াজের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৪৬, ১০ অক্টোবর ২০১৭

জাতীয় ক্রিকেট লীগে শামসুর, ইমতিয়াজের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচই ড্র হয়েছে। বৃষ্টির হানায় সব ম্যাচেই খেলা কম হওয়াতে কোন ফলাফল বের হয়নি। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিসের বিরুদ্ধে স্বাগতিক চট্টগ্রাম বেঁচে গেছে অল্পের জন্য। ২৭৪ রানের জয়ের লক্ষ্যে নেমে ৯৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। কিন্তু দিনের খেলা শেষ হয়ে যাওয়াতে ম্যাচটি ড্র হয়ে যায়। এছাড়া ম্যাচগুলোতে ছিল ব্যাটিং প্রদর্শনী। ঢাকা মেট্রোর হয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার শামসুর রহমান। তিনি মাত্র ৬৭ বলে ৮ চার ৫ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকলে মেট্রো দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩ উইকেটে ১৬৫ রানে। এর আগেই চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৬১ রানে গুটিয়ে যায়। পরে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৭ রানে ৬ উইকেট হারানো চট্টগ্রামের দুটি করে উইকেট শিকার করেন নিহাদুজ্জামান ও সৈকত আলী। মোহাম্মদ আশরাফুল দারুণ বোলিং করে ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। তিনি ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ৬৬ রান ও ৩ উইকেট দখলের সুবাদে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে বগুড়ায় শেষদিনে জমে উঠেছিল সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগের ম্যাচটি। রাজশাহী ৭ উইকেটে ৩৭০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। আগের দিন মিজানুর রহমান ১৪৩ রান করেছিলেন। জুনায়েদ সিদ্দিকী ১৩৬ বলে ১১ চারে ৮৯ ও ফরহাদ হোসেন ৪১ রান করেন। আবু জায়েদ ৪টি ও ইমরান আলী ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৫১ রান তোলে সিলেট, এরপর ম্যাচটি ড্র হয়ে যায়। ওপেনার ইমতিয়াজ হোসেন ১৬০ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১০৮ রান করেন। উইকেটরক্ষক আনোয়ার আকবর ১৮২ বলে ৪ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন।
×