ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক ভোটের মেয়র

প্রকাশিত: ০৫:২১, ১০ অক্টোবর ২০১৭

এক ভোটের মেয়র

যুক্তরাষ্ট্রের মনটনা অঙ্গরাজ্যের গ্যালাটিন কাউন্টির ম্যানহাটন শহরের মেয়র প্রার্থী গ্লান ক্লেমেন্টস। প্রার্থী হিসেবে জয়ী হতে তার লাগবে মাত্র একটি ভোট। কেবল নিজের ভোটটি পেলেই আগামী নবেম্বরের নির্বাচনে তিনি মেয়র হতে পারবেন। এছাড়া তার আর কোন ভোটের দরকার নেই। মজার ব্যাপার হলো, শহরটিতে একজনই কেবল ভোট দেয়ার যোগ্য বলে বিবেচিত। তিনি হলেন ক্লেমন্টস নিজে। ইতোমধ্যে তিনি প্রার্থী হিসেবে গ্যালাটিন কাউন্টির ক্লার্ক ও রেকর্ডারস দফতরে লিখিতে দরখাস্ত করেছেন। শহরে তিনি ছাড়া আর কোন প্রার্থী নেই। গ্যালাটিন কাউন্টির ক্লার্ক দফতর জানায়, তিনি নিজেকে একটি ভোট দিলেই মেয়র হিসেবে নির্বাচিত হতে পারবেন। ক্লেমন্টস বলেন, জয় নিশ্চিত হওয়ায় তিনি যারপর নাই আনন্দিত। মেয়র হয়ে আমি বিপুল সম্পদের মালিক হব না। বরং কাজ করতে গিয়ে আমার চুল আরও ধূসর হয়ে যায় কিনা; সেই ভয়ে আছি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ক্লেমন্টস একজন সিভিল ইঞ্জিনিয়ার। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি ছয় বছর ধরে ম্যানহাটনে বসবাস করছেন। তবে মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি ব্যাপকভাবে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ইয়াহু অনলাইন
×