ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপারেশন থিয়েটার উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৪, ৯ অক্টোবর ২০১৭

অপারেশন থিয়েটার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৮ অক্টোবর ॥ আদমদীঘি উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ৩৩ বছর পর অপারেশন থিয়েটার স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আব্দুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ সামছুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শহিদুল্লাহ দেয়ান প্রমুখ। জানা গেছে, আদমদীঘি উপজেলার ৪ লাখ মানুষের স্বাস্থ্য সেবার উন্নতির লক্ষ্যে ৩১ শয্যা থেকে ২০০৩ সালে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এতদিন হাসপাতালে সরকারী খরচে অপারেশনের যাবতীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও কোন কার্যক্রম ছিল না। মাদকবিরোধী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৮ অক্টোবর ॥ মাদক, বাল্যবিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধে কচুয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর উচ্চ বিদ্যালয় মাঠে থানা প্রশাসনের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আঃ হই মুন্সি প্রমুখ।
×