ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৩৪, ৯ অক্টোবর ২০১৭

আত্রাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আত্রাই উপজেলায় এবারের বন্যায় বিধ্বস্ত রাস্তাঘাট এখনও সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত লাখ লাখ সাধারণ মানুষ এসব রাস্তা দিয়ে অতি কষ্টে চলাচল করছে। যান চলাচল ও হেঁটে চলাচলের অনুপযোগী হওয়ায় এসব রাস্তাঘাট এখন এলাকাবাসীর জন্য শুধুই মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার বন্যায় বিধ্বস্ত বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, এবার আত্রাই উপজেলায় বন্যায় ৮ ইউনিয়নে ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। অধিকাংশ রাস্তাগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার সকল স্তরের মানুষ। এসব রাস্তাঘাট দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। এদিকে বন্যায় বিধ্বস্ত সড়কে যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে কৃষক তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মধ্যে রয়েছে, উপজেলার সাহেবগঞ্জ থেকে মধুগুড়নই হয়ে পাঁচুপুরের পাকা রাস্তার দুই জায়গা, পাঁচুপুর কালিবাড়ির রাস্তা, জাতআমরুল রাস্তা, আত্রাই-কালিগঞ্জ রাস্তার কাশিয়াবাড়ি সুইচগেট সংলগ্ন স্থান, হাটকালুপাড়া গ্রামের রাস্তা, চকশিমলা, আত্রাই থেকে কাশিয়াবাড়ি রাস্তার ভরতেঁতুলিয়া পোস্ট অফিস সংলগ্ন রাস্তা, তারানগর, বাউল্লাপাড়া, বড় কালিকাপুর ও ক্ষিদ্রকালিকাপুর, বিষা ও ক্ষুদ্র বিষা- এ সড়কগুলো সংস্কার না করায় আত্রাই উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সড়কগুলোর সংস্কারের দাবি জানিয়েছেন, এলাকার জনপ্রতিনিধিসহ উপজেলার সকল স্তরের জনগণ। এ ব্যাপারে আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এবারে আত্রাইয়ে স্মরণকালের বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলোর তালিকা প্রস্তুত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। সেই সঙ্গে সংস্কারের বরাদ্দ চাহিদাও দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।
×