ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদারীপুর থেকে যাত্রা শুরু হেঁটে গিনেস বুকে নাম লেখাতে চায় সাকিব

প্রকাশিত: ০৪:৫৪, ৯ অক্টোবর ২০১৭

মাদারীপুর থেকে যাত্রা শুরু হেঁটে গিনেস বুকে নাম লেখাতে চায় সাকিব

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ অক্টোবর ॥ মাদারীপুরের শিশু সাকিব গিনেস বুকে তার নাম লেখানোর স্বপ্ন নিয়ে হেঁটে পৃথিবীর সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে যাত্রা শুরু করেছে। এ লক্ষ্যে সাকিব শনিবার জেলার শিবচর থেকে যাত্রা শুরু করে ৫০ কিলোমিটার পথ হেঁটে বিকেলে ঢাকায় পৌঁছেছে। ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আসলামসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। জানা গেছে, শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ইয়াসিন হাজীকান্দি গ্রামের গিয়াসউদ্দিন মোল্লার ছেলে সাকিব গাজীপুর জেলার কাসিমপুর ইউসেফ স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। সে ৪ বছর আগে কাসিমপুর ইন্টারন্যাশনাল ওয়াকাথন ক্লাবে ভর্তি হয়ে হাঁটার চর্চা শুরু করে। সাকিব ঘণ্টায় ৮ কিলোমিটার ও দৈনিক ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। তাই হেঁটে পৃথিবীর সর্বাধিক দূরত্ব অতিক্রম করে গিনেস বুকে নাম লিখিয়ে বিশ^ রেকর্ড গড়ার লক্ষ্যে শনিবার সকাল ৭টায় ইন্টারন্যাশনাল ওয়াকাথন ক্লাবের আয়োজনে শিবচর ৭১ চত্বর থেকে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি ক্যাম্পাস পর্যন্ত ৫০ কিলোমিটার পথ অতিক্রমের যাত্রা শুরু করে। সাকিব আগামী ২৮ অক্টোবর ময়মনসিংহ থেকে ঢাকার উত্তরা ক্লাব পর্যন্ত ৭০ কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করবে। এরপর ১ ডিসেম্বর গিনেস বিশ^ রেকর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে ২৭ জেলার প্রায় ১৫শ’ কিলোমিটার পথ হেঁটে সাকিবের কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে বলে আয়োজক কমিটি জানান। পথে পথে বিপন্ন পরিবেশ রক্ষায় মানুষকে পরিবেশ সচেতনতার আহ্বান জানাবে সাকিব। তার স্বপ্নপূরণের যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, পৌরসভার কাউন্সিলর হানিফ খালাসী, অধ্যক্ষ আকরাম হুসাইন, ইলিয়াস আহম্মেদ চৌধুরী স্মৃতি সংসদের কোচ জালালউদ্দিন মোল্লা, স্বামী বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের সভাপতি বিশ^জিৎ সেন, ইন্সপেক্টর আবু তালেবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাকিব শনিবার বিকেলে ঢাকার টিএসসি চত্বরে পৌঁছালে তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আসলামসহ বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে স্বাগত জানান বলে ইন্টারন্যাশনাল ওয়াকাথন ক্লাবের চেয়ারম্যান নিশ্চিত করেছেন। সাকিব তার ইচ্ছার কথা ব্যক্ত করে বলে, ‘আমি প্রতিদিন ৫০-৬০ কিলোমিটার পথ হাঁটতে সক্ষম। আমি আমার এই সক্ষমতা কাজে লাগিয়ে পৃথিবীর সর্বাধিক দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়তে চাই।’ ইন্টারন্যাশনাল ওয়াকাথন ক্লাব চেয়ারম্যান সেলিম রাফসানি বলেন, ‘সাকিব এর আগেও কয়েকটি প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তাকে প্রশিক্ষণের মাধ্যমে অনেক বেশি গতিশীল করা হয়েছে। আশা করি পৃথিবীর সর্বাধিক দূরত্ব অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে সাকিব।’ শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান বলেন, সাকিব আমাদের শিবচরের গর্ব। তার এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
×