ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বিধবার বাড়িতে হামলা লুট ॥ আহত ৫

প্রকাশিত: ০৪:০৪, ৮ অক্টোবর ২০১৭

রূপগঞ্জে বিধবার বাড়িতে হামলা লুট ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৭ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় ভূমিদস্যুরা দেড় শতাংশ জমিসহ ভিটেমাটি জবরদখল করতে বিধবা বানু বেগমের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করতে গিয়ে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলেন, বিধবা বানু বেগম, মেয়ে আমিরুন বেগম, নাতি মিলি, আফসার ও রায়হান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিধবা বানু বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে মেয়ে আমিরুনকে সঙ্গে নিয়ে দেড় শতাংশ জমির ওপর ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই দেড় শতাংশ জমি জবরদখল করতে স্থানীয় ভূমিদস্যু আতাবুর, আলতাফ, জামির, হৃদয়সহ তাদের লোকজন উঠেপড়ে লেগেছে। ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে। শুক্রবার রাতে প্রকাশ্যে ভিটেমাটি ছেড়ে চলে যেতে বলে ওই ভূমিদস্যুরা। এ সময় স্বামীর ভিটে ছেড়ে যাবেন না বলে সাফ জানিয়ে দেন বানু বেগম। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভূমিদস্যুরা বিধবার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এছাড়া নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটে নেয়। এতে প্রতিবাদ করায় বিধবা বানু বেগম, মেয়ে আমিরুন বেগম, নাতি মিলি, আফসার ও রায়হানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। শুধু তাই নয়, হামলার পর ওই ভূমিদস্যুরা বসতঘরের ভেতরে মলমূত্র নিক্ষেপ করেছে।
×