ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীর আত্মহত্যা চেষ্টা

প্রকাশিত: ০৫:৩০, ৭ অক্টোবর ২০১৭

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীর আত্মহত্যা চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় স্ত্রীকে গলাকেটে হত্যা করে একব্যক্তি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এদিকে মুগদার মা-া বালুর মাঠে ক্রিকেট খেলার সময় বুকে বলের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীতে রাস্তায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মধ্যবাড্ডায় সোমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে তার স্বামী মনির হোসেন (৩০) আত্মহত্যার চেষ্টা চালান। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শুক্রবার দুপুরে মধ্যবাড্ডা বাজার রোডের লুৎফর টাওয়ারের পেছনে একটি আধাপাকা টিনশেডে স্ত্রীকে হত্যা করেন মনির। এরপর নিজেও গলার শ্বাসনালী কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সোমাকে মৃত ঘোষণা করেন। আর তার স্বামী মনিরকে ওয়ার্ডে ভর্তি করা হয়। ওসি জানান, মনিরকে নজরদারিতে রাখা হয়েছে। সুস্থ হলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে। বিকেলে সোমার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মনিরের ভাগ্নি জামাই নয়ন খান রিপন জানান, দুপুরের দিকে মনির ও তার স্ত্রী সোমার ঝগড়া লাগে। এক পর্যায়ে মনির তাদের তের বছর বয়সী মেয়ে মারিয়াকে ঘর থেকে বের করে দরজার ছিটকানি লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘর থেকে সোমার চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে দু’জনকে রক্তাক্ত দেখতে পায়। তিনি জানান, মনির কোন কাজ করতেন না। নিজের বাড়িতে কয়েকটি আধাপাকা টিনশেড ভাড়া দিয়ে ৩৫ হাজার টাকা পেত। তা দিয়েই তাদের সংসার চলত। পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। নিহত সোমার বড় বোন রেহানা আক্তার জানান, প্রায় ১২ বছর আগে সোমার সঙ্গে মনিরের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। তিনি জানান, মনির মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের পরিবারে প্রায়ই কলহ হতো। প্রায়ই টাকার জন্য আমার বোনকে মারধর করতেন। এমনকি মাদক সেবনে বাধা দিলেও মারধর করতেন। রেহানা আক্তার জানান, দুপুরে সংবাদ পেয়ে মধ্যবাড্ডার বাজার রোডে বোনের বাসায় গিয়ে বোন জানতে পারেন সোমাকে গলা কেটে হত্যা করেছে তার পাষন্ড- স্বামী মনির। আর মনির নিজে খুন করে আত্মহত্যার নাটক করেছে। আমি বোন হত্যার বিচার চাই। ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ॥ রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে মহাখালী রেলগেটের প্রায় ২০০ গজ দক্ষিণে রেললাইন পার হচ্ছিলেন ওই পথচারী। এ সময় সিলেট থেকে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিকেলে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এদিকে এদিন সকালে রাজধানীর বনানীতে যানবাহনের ধাক্কায় সাগর (৪৮) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। বনানী থানার ওসি বিএম ফরমান আলী জানান, শুক্রবার সকালে বনানী রেলওয়ে স্টেশনের সামনের সড়কে কোন যানবাহনের ধাক্কায় সাগর নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। ওসি জানান, শুধু নিহতের নাম সাগর বলে জানা গেছে। তিনি ওই এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। তিনি টোকাইর কাজ করতেন। বুকে ক্রিকেট বলের আঘাতে কিশোরের মৃত্যু ॥ রাজধানীর মুগদার মা-া বালুর মাঠে ক্রিকেট খেলার সময় বুকে বলের আঘাতে রফিকুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল স্থানীয় একটি টেইলারিংয়ের দোকানে কাজ করতো। তার বাবার নাম মিন্টু মিয়া। গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার শিলাহাটি থানার কাঁঠালতলা গ্রামে। সে মান্ডা এলাকার পিয়ার আলীর গলিতে পরিবারের সঙ্গে থাকতো। নিহতের সহপাঠীরা জানায়, শুক্রবার দুপুরে মুগদা থানাধীন মান্ডা বালুর মাঠে ক্রিকেট খেলার সময় রফিকুলের বুকে বলের আঘাত লাগে। এতে সে মাঠেই পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়।
×