ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনের জন্য ওয়ার্কার্স পার্টির একুশ দফা

প্রকাশিত: ০৫:১৪, ৭ অক্টোবর ২০১৭

নির্বাচনের জন্য ওয়ার্কার্স পার্টির একুশ দফা

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলন ও আগামী নির্বাচনের জন্য একুশ দফা কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দলটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এ কর্মসূচী গ্রহণ করা হয়। দলটির পলিটব্যুরোর সদস্য প্রয়াত হাফিজুর রহমান ভুইয়া, যশোর জেলা কমিটির সদস্য প্রয়াত মশিউর রহমান, কক্সবাজার জেলা কমিটির সদস্য প্রয়াত আবদুস শুকুর ও ব্রিটিশবিরোধী সংগ্রামী শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় সভার শুরুতে। কর্মসূচী উত্থাপনকালে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, এ দেশের সকল সংগ্রামে ও রাজনৈতিক পরিবর্তনে বামপন্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা অস্বীকার করার চেষ্টা হলেও এটাই ইতিহাসের সত্য। অক্টোবর বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, শতবর্ষ পরেও অক্টোবর বিপ্লব বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। বাংলাদেশের জন্যও একইভাবে প্রাসঙ্গিক। ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক বলেন, এই কর্মসূচীর মাধ্যমে ওয়ার্কার্স পার্টি দেশের আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সেই বিকল্পই তুলে ধরেছে দেশবাসীর কাছে। সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলে সমাজতন্ত্র এগিয়ে যাবে ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় কমিটি দীর্ঘ আলোচনার পর দলীয় কর্মসূচী গ্রহণ করে এবং তা বাস্তবায়নের জন্য আঞ্চলিক প্রশিক্ষণ, জেলার সাধারণ সভা এবং আগামী ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত করার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে। সভায় উপস্থিত ছিলেন- পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, মনোজ সাহা, কামরূল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ।
×