ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় হকার নিহত

প্রকাশিত: ০৪:৩৪, ৭ অক্টোবর ২০১৭

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় হকার নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুওে ট্রেনের ধাক্কায় এক হকার নিহত হয়েছে। তার নাম বিল্লাল হোসেন (৩২)। সে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার সাকুঁয়া গ্রামের ইলিয়াসের পুত্র। স্থানীয়রা জানায়, দুই বছর ধরে শ্রীপুর স্টেশনের দক্ষিণ পাশে রেলওয়ের জমিতে ঘর নির্মাণ করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছে বিল্লাল। সে বিভিন্ন বাজারে হকারি করে চানাচুর বিক্রি করত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে বিল্লাল ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ট্রেনের শব্দ শুনে বিল্লাল হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়ে রেললাইনে ছুটে যায়। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী হাওড় এক্সেপ্রেস ট্রেনের নিচে শুয়ে পড়ার চেষ্টা করলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’সন্তানের জনক বিল্লালকে মৃত ঘোষণা করে। কেশবপুরে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ নিজস্ব সংবাদাতা, কেশবপুর, ৬ অক্টোম্বর ॥ কেশবপুরে মিন্টু খান নামে এক যুবককে অপহরণের অভিযোগে কেশবপুর থানায় শুক্রবার সাধারণ ডায়েরি করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের মৃত মোসলেম খানের ছেলে মিন্টুকে বুধবার রাত ৩টার দিকে তার বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩ ব্যক্তি তুলে নিয়ে যায়। ওই যুবকের চাচাত ভাই আমজাদ হোসেন জানান, মিন্টু খান ৪-৫ মাস ধরে ভাড়াই চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। ৩-৪ দিন ধরে ০১৯১৩-০৪২৫৪৫ মোবাইল নম্বর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে দেখা করতে বলেন। বুধবার রাতে সে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
×